Read In
Whatsapp
Celeb's Collection

কিয়ারা আদভানির কাছে আছে এই দুর্দান্ত গাড়ি, 5.7 সেকেন্ডে ওঠে 0-100 স্পইড! দাম কত জানেন?

বলি অভিনেত্রী কিয়ারা আদবানি বিখ্যাত তার স্টাইলিশ পোশাক এবং চমৎকার ফিটনেসের জন্য। অভিনয় এবং রূপের কারণেও পেজ থ্রির শীর্ষে আসেন তিনি। কিন্তু তার যে গাড়ির শখ রয়েছে জানতেন কি? চলুন আজ তার গ্যারেজ থেকে ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের।

কিয়ারা আদভানির বাড়ির গ্যারেজে রয়েছে মার্সিডিজ-বেঞ্জ ই-ক্লাস, অডি A8 এবং বিএমডব্লিউ 5-সিরিজের মতো বিলাসবহুল গাড়ি। যার মধ্যে Audi এর 1.29 কোটি থেকে 1.57 কোটি টাকার 5 সিটার গাড়িটি সর্বাধিক আকর্ষণীয়। গাড়িটি বর্তমানে 2টি ভেরিয়েন্টে কিনতে পারেন আপনি।

ইঞ্জিন : Audi A8L এ রয়েছে শক্তিশালী 2995 সিসির 3-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। যা মোট 340 PS শক্তি এবং 500 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। এছাড়া 8 গতির অটোম্যাটিক ট্রান্সমিশনের সাথে আসে গাড়িটি।

ক্ষমতা : Audi A8 L গাড়িটি পেট্রোল ইঞ্জিনের সাথে সাথে 48V এর হাইব্রিড সেটআপ সহ আসে। মাত্র 5.7 সেকেন্ডেই 0 থেকে 100 কিমি প্রতি ঘণ্টা বেগে পৌঁছাতে পারে A8L।

ফিচারস : Audi A8 L ডুয়াল 10.1-ইঞ্চি ডিসপ্লে এবং 4 জোন ক্লাইমেট কন্ট্রোল এবং 30-রঙে আলোর সমন্বয়ে আসে। সেখানে একটি প্যানোরামিক সানরুফ দেখতে পাবেন আপনি। এছাড়া নিরাপত্তার জন্য থাকছে আটটি এয়ারব্যাগ এবং একটি 360-ডিগ্রি ক্যামেরা পায়। পার্কিং এর জন্য রয়েছে পার্ক অ্যাসিস্ট প্লাস সিস্টেম।

Audi A8L ছাড়া মার্সিডিজের E-Class রয়েছে যার দাম প্রায় 75 লক্ষ টাকা। BMW 5 সিরিজের গাড়িও রয়েছে কিয়ারার গাড়ির সংগ্রহে।

Back to top button