ভারতে রয়্যাল এনফিল্ডের সাফল্যের পর থেকেই ক্রুজার বাইকের রমরমা বেড়ে গিয়েছে বহুখানি। দেশের অন্দরে মানুষ স্পোর্টস বাইকের পরিবর্তে পছন্দের তালিকায় প্রথমে আসছে নিওরেট্রো স্টাইলের ক্রুজার এবং রোডস্টার বাইক। আর এই বাজার ধরতে বিদেশী বিভিন্ন সংস্থা ভারতে এসেছে। সদ্যই ব্রিটেনের সংস্থা নর্টন (Norton) TVS এর সাথে যোগ দিয়েছে নতুন ডিজাইনের বাইক প্রস্তুত করার জন্য।
দেশের অন্দরে বাইকের বাজারের আয়তন দিন দিন বেড়েই চলায় বিশ্বের বিভিন্ন সংস্থা এখানে এসে ব্যাবসা করার পরিকল্পনা চালাচ্ছে। আর এবার ব্রিটেনের সবচেয়ে বড় সংস্থা এবং আইকনিক ব্র্যান্ড নর্টন ভারতে TVS এর সাথে মিশে বাইক আনতে চলেছে। সদ্যই নর্টন কমব্যাট নামটির ট্রেডমার্ক নিয়েছে।
যদিও ভারতের বাজারে নিজেদের উপস্থিতি বাড়ানো অতটাও সহজ হবেনা সংস্থার পক্ষে। দেশের অন্দরে রয়্যাল এনফিল্ড সহ সদ্যই হার্লে ডেভিডসন এবং ট্রায়াম্ফ মাত্র 3 লাখের বাজেটে বাইক নিয়ে আসায় TVS Ronin এর পক্ষে অতটা সহজ হবেনা বাজার দখল করা। তবে যে ডিজাইন সামনে এসেছে তাতে বেশ উৎসাহী জনতা।
TVS এক্ষেত্রে SUB-500cc এর আধুনিক রেট্রো মোটরসাইকেল নিয়ে আসছে। উল্লেখ্য যে, 2020 সালে Norton ব্র্যান্ডটি কিনে নেয় TVS। ভারতীয় কোম্পানি TVS এবার নর্টন নামটি নতুন করে পুনরুত্থান করার চেষ্টায় ছিল। এজন্য হোসুর ভিত্তিক কোম্পানিটি আপাতত V4CRও চালু করেছে। ক্যাফে রেসার গাড়িটি 187.5hp এর সুপারবাইকের ওপর নির্ভর করে নির্মাণ করা হয়েছে।