Read In
Whatsapp
Electric Vehical

কম দামে অনবদ্য পারফরম্যান্স, বাজার কাঁপাচ্ছে এই 5 টি ফাটাফাটি ই-স্কুটার! পাবেন 100 বেশি মাইলেজ

দ্রুত বাড়ছে ইলেক্ট্রিক গাড়ির চাহিদা। আর এই বিভাগে বৈদ্যুতিক স্কুটারের বাজার এগিয়ে চলেছে দ্রুত গতিতে। বাজারের চাহিদা দেখে একগুচ্ছ সংস্থা তাদের ইলেক্ট্রিক স্কুটারের ঘোষণা করেছে। মার্কেটের বড় বড় কোম্পানির সাথে বাজার ধরতে লড়াইতে নেমেছে একগুচ্ছ স্টার্টআপ। কিন্তু বাজারে সেরা বৈদ্যুতিক স্কুটার কোনগুলো? জানতে চোখ রাখুন নীচের তালিকায়।

Ola Electric
ইলেক্ট্রিক স্কুটারের বাজারে সবেথেকে আগে এগিয়ে রয়েছে Ola। তাদের ফ্ল্যাগশিপ Ola S1 pro গাড়িটি বিক্রির নতুন রেকর্ড তৈরি করেছে। প্রায় ১০০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে চলতে সক্ষম এই স্কুটারটি একবার সম্পূর্ন চার্জেই ১৭০ কিমির মাইলেজ দেয়! বর্তমানে Ola S1 Pro, S1X এবং S1 Air নামে তিনটি লাইনআপ চালায়। আর এই গাড়িগুলোর দাম শুরু হচ্ছে 80,000 টাকা থেকে।

Ather Energies
কিছুদিন আগেই পাওয়ার প্যাকড 450X স্কুটারটি বাজারে অনে Ather Energy। সংস্থার তরফে স্কুটারটির রেঞ্জ দাবী করা হয় ১৪৬ কিলোমিটার। মোট ৪.৫ ঘণ্টা লাগে ফুল চার্জ হতে। 450X ছাড়াও 450S নামের আরো একটি ই স্কুটার রয়েছে তাদের। গাড়িগুলোর দাম শুরু হচ্ছে ১.৩০ লক্ষ টাকা থেকে।

Vida V1
হিরো মোটকর্পের সাবসিডিয়ারি কোম্পানি Vida। ইলেক্ট্রিক স্কুটারের বাজারে Vida’র প্রথম গাড়ি Vida V1। ৮০ কিমি প্রতি ঘন্টায় ছুটতে সক্ষম এই গাড়িটির রেঞ্জ ১৬৫ কিমি! গাড়িটির ব্যাটারি তিনবছরের ওয়ারেন্টির সাথে আসে। ১.৪১ লক্ষ টাকায় V1 গাড়িটি লঞ্চ করেছে হিরো।

TVS iQube
ইলেকট্রিক স্কুটারের বাজারে টিভিএস মোটরস-এর একমাত্র স্কুটার আইকিউব। গাড়িটির অন-রোড প্রাইস রয়েছে ১.৪১ লক্ষ টাকা। একবার ফুল চার্জে মোট ১০০ কিমি যেতে পারে গাড়িটি। ৭৮ কিমি/ঘণ্টার সর্বোচ্চ গতি রয়েছে এই স্কুটারে।

Bajaj Chetak

bajaj chetak
bajaj chetak

অতি জনপ্রিয় চেতক স্কুটারটিকেই নতুন রূপে বৈদ্যুতিক ভার্সনে লঞ্চ করে বাজাজ মোটরস। ১.৩০ লক্ষ টাকা দামের এই গাড়িটির সম্প্রতি দাম কমিয়েছে বাজাজ। মোট ২২,০০০ টাকা দাম কমেছে। উল্লেখ্য Chetak একবার ফুল চার্জে মোট ১০৮ কিমি। ছুটতে সক্ষম।

Back to top button