TRENDS
Advertisement

মাত্র 1 লাখ টাকায় বাড়ির গ্যারেজে আনুন Maruti-র এই ধাসু গাড়ি, ফাটাফাটি ফিচার্সের সঙ্গে পাবেন দমদার মাইলেজ

গাড়িটি 10 লাখের বাজেটে উপলব্ধ থাকলেও মাত্র 1 লাখ টাকা দিয়েই কীভাবে নিজের করতে পারেন সেটাই আমাদের মুখ্য আলোচনা।

Published By: Ritwik | Published On:

ভারতের বাজারে সদ্যই এসেছে নতুন মারুতি সুজুকি Fronx। মাত্র 1 লাখ টাকা দিয়েই গাড়িটি হতে পারে আপনার। Fronx CNG গাড়িটি বাজারে কয়েকদিন এলেও তার বিক্রি কিন্ত বেড়েছে অনেকখানি। গাড়িটি 10 লাখের বাজেটে উপলব্ধ থাকলেও মাত্র 1 লাখ টাকা দিয়েই কীভাবে নিজের করতে পারেন সেটাই আমাদের মুখ্য আলোচনা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন
মাত্র 1 লাখ টাকায় বাড়ির গ্যারেজে আনুন Maruti-র এই ধাসু গাড়ি, ফাটাফাটি ফিচার্সের সঙ্গে পাবেন দমদার মাইলেজ
source : gaadiwaadi.com

তার আগে দেখে নিন কী কী ফিচারস রয়েছে এই গাড়িতে।

ইঞ্জিন : Fronx এ রয়েছে ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন যা ৯০bhp শক্তি এবং ১১৩ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। Maruti এই গাড়িতে ১.০ লিটার সিলিন্ডারের টার্বো বুস্টার জেট পেট্রোল ইঞ্জিনও অফার করে, যা ১০০ bhp শক্তি এবং ১৪৭.৬ Nm টর্ক উৎপন্ন করে।মাত্র 1 লাখ টাকায় বাড়ির গ্যারেজে আনুন Maruti-র এই ধাসু গাড়ি, ফাটাফাটি ফিচার্সের সঙ্গে পাবেন দমদার মাইলেজ

লুক এবং ডিজাইন : গাড়িটির Knex ওয়েভ গ্রিল এবং ক্রিস্টাল ব্লক LEDs রয়েছে যা Tata Nexon, Hyundai Venue, KIA Sonet এবং Nissan Magnite-এর মত গাড়ির সাথে প্রতিযোগিতায় সাহায্য করবে আপনাকে। সম্পূর্ন LED লাইট সহ নেক্স ওয়েভ গ্রিল এবং ক্রিস্টাল ব্লক এলইডি ডিআরএল লুক আরো বাড়িতে দেয়।

দাম : গাড়িটির CNG ভার্সনের এক্স শোরুম দাম রয়েছে 8.41 লক্ষ টাকা।

মাত্র 1 লাখ টাকায় বাড়ির গ্যারেজে আনুন Maruti-র এই ধাসু গাড়ি, ফাটাফাটি ফিচার্সের সঙ্গে পাবেন দমদার মাইলেজ
source : teambhp

ফাইন্যান্স প্ল্যান : Maruti Suzuki Frankx Sigma CNG-এর অন-রোড দাম 9,44,129 টাকা৷ এবার আপনি যদি 1 লক্ষ টাকা ডাউনপেমেন্ট করেন তাহলে আপনাকে 8,44,129 টাকা ঋণ নিতে হবে। 5 বছরের জন্য 9% সুদে বাকি ঋণ নিলে মাসিক EMI খরচ পড়বে মাত্র 20,000 টাকা।

About Author