TRENDS
Advertisement

সস্তায় পাবেন বাম্পার মাইলেজ! আপনাদের জন্যে রইলো ৭ টি বাজেট ফ্রেন্ডলি গাড়ির সন্ধান

কম টাকায় বেশি মাইলেজ দেবে এমন গাড়ি বাজারে খুব বেশি নেই, তবে গ্রাহকদের চাহিদা মেটাতে পারে এমন ৭ টি গাড়ির সন্ধান রইল আজকের প্রতিবেদনে।

Published By: Ritwik | Published On:

পশ্চিমা দেশগুলির মতো ভারতেও (India) ক্রমশ বড় হচ্ছে গাড়ি বাজার। নিত্যদিনই নতুন নতুন গাড়ি এসে ভিড় করছে দেশে, প্রতিদিন শত শত ক্রেতার হাতে গাড়ির চাবি তুলে দিচ্ছে সংস্থাগুলি। গাড়ির বাজার বড়ো হওয়া মানেই বিকল্প বৃদ্ধি পাওয়া। পাল্লা দিয়ে বেড়েছে দাম-ও। তাই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত গ্রাহকদের কথা মাথায় রেখেই একাধিক বাজেট ফ্রেন্ডলি গাড়ি এনেছে সংস্থাগুলি। আজকের প্রতিবেদনে এমনই ৭ টি বাজেট ফ্রেন্ডলি গাড়ির সন্ধান দেব আপনাদের।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

মারুতি সুজুকি সুইফট (Maruti Suzuki Swift) : সস্তায় পাবেন বাম্পার মাইলেজ! আপনাদের জন্যে রইলো ৭ টি বাজেট ফ্রেন্ডলি গাড়ির সন্ধানভারতীয় বাজারে জনপ্রিয় গাড়ির মধ্যে সবার উপরে থাকবে মারুতি সুজুকি সুইফট। এটি তার ডিজাইন এবং পেপি পারফরম্যান্সের জন্য বিশেষ পরিচিত। টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, স্মার্টফোন কানেক্টিভিটি ইত্যাদির মত একাধিক সুবিধা রয়েছে এই গাড়িতে। এই গাড়িটি আপনি 5.73 থেকে 8.4 লক্ষ টাকায় পেয়ে যাবেন।

হুন্ডাই গ্র্যান্ড i10 Nios (Hyundai Grand i10 Nios) : অত্যাধুনিক ডিজাইন ও অত্যাধুনিক ফিচার্স সহ এই গাড়িটিও বাজারে দারুণ চলছে। এই মুহূর্তে গাড়িটির বাজারদর 5.23 থেকে 8.4 লক্ষ টাকা।সস্তায় পাবেন বাম্পার মাইলেজ! আপনাদের জন্যে রইলো ৭ টি বাজেট ফ্রেন্ডলি গাড়ির সন্ধান

টাটা আলট্রোজ (Tata’s Altroz) : সস্তায় পাবেন বাম্পার মাইলেজ! আপনাদের জন্যে রইলো ৭ টি বাজেট ফ্রেন্ডলি গাড়ির সন্ধানডিজাইন এবং পারফরম্যান্সের দিক দিয়ে এই গাড়িটিও সেরা। যারা সেফটি এবং ডিজাইন দুটোকেই গুরুত্ব দেন তাদের জন্য এই গাড়ি একেবারে পিকচার পারফেক্ট। এই গাড়িটি কেনার জন্য আপনাকে মাত্র 5.85 থেকে 9.56 লক্ষ টাকা খরচ করতে হবে।

রেনল্ট কিগার (Renault Kiger) :সস্তায় পাবেন বাম্পার মাইলেজ! আপনাদের জন্যে রইলো ৭ টি বাজেট ফ্রেন্ডলি গাড়ির সন্ধান রেনল্ট কিগার এমন একটি কমপ্যাক্ট SUV যা আধুনিক বৈশিষ্ট্য সহ একটি স্পোর্টি লুকের সাথে আসে। মাত্র 5.64 থেকে 10.07 লক্ষ টাকায় কিনতে পারবেন এই গাড়িটি।

ফোর্ড ফিগো (Ford Figo) : সস্তায় পাবেন বাম্পার মাইলেজ! আপনাদের জন্যে রইলো ৭ টি বাজেট ফ্রেন্ডলি গাড়ির সন্ধান গাড়ির দুনিয়ায় ভালোই নাম কামিয়েছে ফোর্ড ফিগো। গাড়ির ডিজাইন থেকে শুরু করে কেবিন, টাচস্ক্রিন ডিসপ্লে এবং সেফটি সবদিক দিয়েই চমৎকার এই গাড়ি। গাড়িটি কেনার জন্য মাত্র 5.82 থেকে 8.37 লক্ষ টাকা খরচ করতে হবে আপনাকে।

মারুতি সুজুকি ইগনিস (Maruti Suzuki Ignis) :সস্তায় পাবেন বাম্পার মাইলেজ! আপনাদের জন্যে রইলো ৭ টি বাজেট ফ্রেন্ডলি গাড়ির সন্ধান দূর্দান্ত ডিজাইনের পাশাপাশি দূর্দান্ত ফিচার্স দিচ্ছে মারুতি সুজুকি ইগনিস। দূর্দান্ত পারফরম্যান্সের এই গাড়িটি মাত্র 4.95 থেকে 7.36 টাকায় কিনতে পারবেন।‌

নিসান ম্যাগনাইট (Nissan Magnite) : সস্তায় পাবেন বাম্পার মাইলেজ! আপনাদের জন্যে রইলো ৭ টি বাজেট ফ্রেন্ডলি গাড়ির সন্ধাননিসান ম্যাগনাইট একটি কম্প্যাক্ট এসইউভি। গাড়িটি আধুনিক স্টাইলিং, আরামদায়ক বসার জায়গা, এবং প্রযুক্তি-বুদ্ধিমান বৈশিষ্ট্যের সাথে নিসান ম্যাগনাইট একটি দূর্দান্ত ড্রাইভিং অভিজ্ঞতা প্রদান করে। এই গাড়িটি আপনি কিনতে পারবেন 5.49 থেকে 9.89 লক্ষ টাকায়।

About Author