TRENDS
Advertisement

Electric Car: একবার চার্জ দিলে দৌড়াবে 400 কিমি! সস্তায় ঝাক্কাস ইলেকট্রিক গাড়ি নিয়ে এলো এই সংস্থা

টপ ক্লাস নিরাপত্তার সাথে বাজারে আসছে BYD সিগাল, 5 ইঞ্চির কনসোল এবং ডিস্ক ব্রেক সহ এলইডি হেডলাইট এবং অ্যালয় হুইল, টেল লাইট থাকছে নতুন গাড়িতে

Published By: Ritwik | Published On:

বৈদ্যুতিক গাড়িগুলো বাজারে ভালোই বিক্রি চলছে। কিন্তু ধীরে ধীরে কিছুটা হলেও মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে বিভিন্ন গাড়ি। দাম বাড়ছে সমস্ত বৈদ্যূতিক পণ্যের। এবার মানুষ এমনধরণের EV পছন্দ করেন যেগুলোর দাম কম এবং রেঞ্জ বেশি। এরকমই একটি গাড়ি বাজারে এনেছে চিনা কোম্পানি BYD। তারা ভারতে নিজেদের নতুন ট্রেডমার্ক ‘সিগাল’ রেজিস্টার্ড করেছে। Electric Car: একবার চার্জ দিলে দৌড়াবে 400 কিমি! সস্তায় ঝাক্কাস ইলেকট্রিক গাড়ি নিয়ে এলো এই সংস্থা

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

উল্লেখ্য, গাড়িটি চিনে পাওয়া যাচ্ছে 78000 CNY থেকে 95800 CNY-এ। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় 9.4 লক্ষ টাকা থেকে 11.4 লক্ষ টাকা। যদিও এখনো গাড়িটির পাওয়ারট্রেন সমেত বহু উল্লেখযোগ্য ফিচারস সম্পর্কে এখনো প্রায় কিছুই জানা যায়নি। তবে গাড়িতে যে 38 kWh ব্যাটারি প্যাক থাকবে সেকথা জানা গিয়েছে।Electric Car: একবার চার্জ দিলে দৌড়াবে 400 কিমি! সস্তায় ঝাক্কাস ইলেকট্রিক গাড়ি নিয়ে এলো এই সংস্থা

খবর অনুযায়ী একবার চার্জে গাড়িটি মোট 405 কিমি পর্যন্ত ছুটতে পারবে। যা বাজারে উপস্থিত অন্যান্য EV কে বড় টক্কর দেয়। কোম্পানি এখনো তাদের লঞ্চ ডেট সম্পর্কেও কিছু জানায়নি। তবে নিরাপত্তার জন্য যে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে সেকথা জানা গিয়েছে। BYD সিগাল গাড়িতে ইঞ্চির কনসোল থাকছে।

Electric Car: একবার চার্জ দিলে দৌড়াবে 400 কিমি! সস্তায় ঝাক্কাস ইলেকট্রিক গাড়ি নিয়ে এলো এই সংস্থাBYD অবশ্য এর আগেও আরেকটি গাড়ি সি লায়ন নামের ট্রেডমার্কে রেজিস্টার্ড করে। সেই গাড়িও এখনো বাজারে নিয়ে আসেনি সংস্থাটি। এবার যদি সিগাল গাড়িটি আসে তাহলে বাজারে MG Comet EV এবং TaTa Tiago EV ভালই প্রতিযোগিতা পাবে। এখন দেখার চিনা কোম্পানিটি তাদের গাড়ি বাজারে লঞ্চ করে কিনা।

About Author