বৈদ্যুতিক গাড়িগুলো বাজারে ভালোই বিক্রি চলছে। কিন্তু ধীরে ধীরে কিছুটা হলেও মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে বিভিন্ন গাড়ি। দাম বাড়ছে সমস্ত বৈদ্যূতিক পণ্যের। এবার মানুষ এমনধরণের EV পছন্দ করেন যেগুলোর দাম কম এবং রেঞ্জ বেশি। এরকমই একটি গাড়ি বাজারে এনেছে চিনা কোম্পানি BYD। তারা ভারতে নিজেদের নতুন ট্রেডমার্ক ‘সিগাল’ রেজিস্টার্ড করেছে।
উল্লেখ্য, গাড়িটি চিনে পাওয়া যাচ্ছে 78000 CNY থেকে 95800 CNY-এ। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় 9.4 লক্ষ টাকা থেকে 11.4 লক্ষ টাকা। যদিও এখনো গাড়িটির পাওয়ারট্রেন সমেত বহু উল্লেখযোগ্য ফিচারস সম্পর্কে এখনো প্রায় কিছুই জানা যায়নি। তবে গাড়িতে যে 38 kWh ব্যাটারি প্যাক থাকবে সেকথা জানা গিয়েছে।
খবর অনুযায়ী একবার চার্জে গাড়িটি মোট 405 কিমি পর্যন্ত ছুটতে পারবে। যা বাজারে উপস্থিত অন্যান্য EV কে বড় টক্কর দেয়। কোম্পানি এখনো তাদের লঞ্চ ডেট সম্পর্কেও কিছু জানায়নি। তবে নিরাপত্তার জন্য যে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে সেকথা জানা গিয়েছে। BYD সিগাল গাড়িতে ইঞ্চির কনসোল থাকছে।
BYD অবশ্য এর আগেও আরেকটি গাড়ি সি লায়ন নামের ট্রেডমার্কে রেজিস্টার্ড করে। সেই গাড়িও এখনো বাজারে নিয়ে আসেনি সংস্থাটি। এবার যদি সিগাল গাড়িটি আসে তাহলে বাজারে MG Comet EV এবং TaTa Tiago EV ভালই প্রতিযোগিতা পাবে। এখন দেখার চিনা কোম্পানিটি তাদের গাড়ি বাজারে লঞ্চ করে কিনা।