TRENDS
Advertisement

যেমন স্টাইলিশ লুক তেমনই জম্পেশ মাইলেজ! স্মার্টফোনের দামে কিনুন সেরা 4 টি ই-সাইকেল

জলের দরে মিলছে ইলেকট্রিক সাইকেল, ঝাক্কাস মাইলেজ সহ ফাটাফাটি ফিচারস রয়েছে এই সেরা ই-সাইকেল গুলোতে

Published By: Ritwik | Published On:

বৈদ্যুতিন বিভিন্ন পণ্য বেশ বিখ্যাত হয়ে ওঠছে। ইলেক্ট্রিক স্কুটারের মতো ধীরে ধীরে বড় হয়ে ওঠেছে ইলেকট্রিক সাইকেলের বাজারও। কিন্তু কোন সাইকেল কিনবেন তা বুঝতে পারছেন না তো? চলুন আপনাদের জানাচ্ছি বাজারে উপস্থিত সেরা কয়েকটি সাইকেল নিয়ে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1) EMotorad X1 Mountain : যেমন স্টাইলিশ লুক তেমনই জম্পেশ মাইলেজ! স্মার্টফোনের দামে কিনুন সেরা 4 টি ই-সাইকেলবর্তমান সময়ে এই বাইকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে থাকা 36V 7.65 Ah লিথিয়াম-আয়ন রিমুভেবেল ব্যাটারি প্যাক আপনাকে 40 কিমি রেঞ্জ দেবে। 250 ওয়াটের মোটর সর্বোচ্চ 25 কিমি বেগে ছুটতে পারবে। বাজারে এই ই-সাইকেল 24,999 টাকায় বিক্রি হবে।

2) Tata Stryder Zeeta Plus : যেমন স্টাইলিশ লুক তেমনই জম্পেশ মাইলেজ! স্মার্টফোনের দামে কিনুন সেরা 4 টি ই-সাইকেলটাটাদের তৈরী এই সাইকেল আপনাকে 30 কিমি রেঞ্জ দেয়। সর্বোচ্চ 25 কিমি বেগে ছুটতে পারবে। গাড়িতে থাকা 36V 6 Ah ব্যাটারি প্যাক 4 ঘণ্টায় ফুল চার্জ হয়ে যায়। এই সাইকেলটি কিনতে আপনাকে 26,995 টাকা খরচ করতে হবে।

3) Hero Lectro : যেমন স্টাইলিশ লুক তেমনই জম্পেশ মাইলেজ! স্মার্টফোনের দামে কিনুন সেরা 4 টি ই-সাইকেলHero তাদের Lectro সিরিজের অধীনে তিনটি ই-সাইকেল লঞ্চ করে। এগুলোর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে 38,599 টাকা। 30 কিমি রেঞ্জ দেয় এই সাইকেল এবং সেই সাথে অ্যান্টি স্কিড অ্যালয় প্যাডেল আপনাকে অতিরিক্ত সুবিধা দেয় চালানোর সময়। 250 ওয়াট BLDC মোটর সহ গাড়িটি 25 কিমি বেগে ছুটতে পারে। এখানে একটি LED ডিসপ্লেও রয়েছে।

4) Tata Stryder Max : যেমন স্টাইলিশ লুক তেমনই জম্পেশ মাইলেজ! স্মার্টফোনের দামে কিনুন সেরা 4 টি ই-সাইকেলসদ্যই বাজারে এসেছে এই সাইকেলটি। সেটির দাম রয়েছে মোট 29,995 টাকা। আগের মডেলের থেকে দাম বেড়েছে যেমন তেমনি গাড়িটির শক্তিও বেড়েছে বেশ খানিকটা। 36V, 7.5 Ah এর ব্যাটারির সাথে একবার ফুল চার্জে 35 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম গাড়িটি। সর্বোচ্চ 25 কিমি প্রতি ঘন্টা বেজে ছুটতে পারে Stryder Max।

About Author