Ola Electric তাদের S1 সিরিজের Pro মডেলটিকে রেকর্ড সংখ্যায় বিক্রি করেছে দেশের বাজারে। প্রায় 2 বছর আগে গাড়িটি বাজারে আসে। বিক্রীর সংখ্যা বাড়লেও কিছু ক্ষেত্রে অন্যান্য গাড়ির থেকে পিছিয়ে পড়ছিল Ola S1 pro। তাই বাজারে জোর টক্কর দিতে ই-স্কুটারটির নেক্সট জেনারেশন মডেল নিয়ে আসছে Ola। একদম নয়া অবতারে দেখা যাবে গাড়িটিকে।
নতুন ইলেকট্রিক স্কুটারে নতুন মোটর থেকে শুরু করে নতুন ব্যাটারিপ্যাক এবং হার্ডওয়্যারও আগের তুলনায় আপডেট করা হবে। তবে দুঃখের বিষয় গাড়িটির দাম 7500 টাকা বাড়াচ্ছে Ola। খবর আসছে Generation 2 Ola S1 Pro এর দাম হতে পারে 1,47,499 টাকা। কিন্তু দাম বাড়ার সাথে সাথে কী কী উল্লেখযোগ্য ফিচারস বাড়ছে সেটাও দেখে নেওয়া যাক চলুন।
নতুন S1 Pro স্কুটারটিতে টিউবুলার ফ্রেম এবং হাইব্রিড ফ্রেম আর্কিটেকচার থাকছে। এই ডিজাইনটি 70% কম জায়গা ব্যবহার করে। ফলে ওজন আগের থেকে 14% কমেছে। ডাবল সাইড সুইংআর্ম রয়েছে সেকেন্ড জেনারেশন ই-স্কুটারে। একইসাথে নতুন মডেলটি আরো বেশি শক্তিশালী এবং কার্যকরি করে তুলেছে Ola।
নতুন Ola S1 Pro-তে থাকছে 11 kW এর শক্তিশালী মোটর! যা কিনা মডেলের তুলনায় 6 কিলোওয়াট বেশি। আর তার ফলে মাত্র 2.6 সেকেন্ডেই 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছে যায় গাড়িটি। মাত্র 4 সেকেন্ডে গাড়িটি পৌঁছায় 60 kmph গতিতে। একইসাথে গাড়িটির টপ স্পিড 90kmph থেকে বাড়িয়ে 120kmph করেছে Ola। Gen 2 Ola S1 Pro তে 7 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমও দেখতে পাবেন আপনি। উল্লেখ্য, নতুন গাড়িটির বুকিং শুরু হয়েছে, সেপ্টেম্বর মাস থেকে ডেলিভারী শুরু করবে Ola।