ভারতীয়দের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় গাড়ি হল টাটা Tata Magic। কম দামের এই ম্যাজিক গাড়িতে হেসে খেসে 10 জন মানুষ চড়তে পারেন। পেট্রলের দুনিয়ায় নাম কামানোর পর ইলেক্ট্রিক গাড়ির বাজারেও পা রেখেছে গাড়িটি। আর এবার খবর, চলতি বছরই একটা নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে পারে টাটা মোটরস। গত বছর যে ACE EV লঞ্চ করেছিল, সেই প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করেই নির্মিত হয়েছে Tata Magic EV।
উল্লেখ্য, স্কুল থেকে শুরু করে স্টেজ ক্যারেজ, অ্যাম্বুল্যান্স ইত্যাদি একাধিক জরুরি পরিষেবার জন্য একেবারে পিকচার পারফেক্ট হতে চলেছে এই গাড়ি। যদিও সংস্থাটি এখনও কোন অফিশিয়াল বিবৃতি দেয়নি। তবে আশা করা হচ্ছে চলতি বছরের মধ্যেই লঞ্চ হতে পারে টাটার এই বাজেট ফ্রেন্ডলি কার। এখন চলুন দেখে নিই, ঠিক কী কী ফিচার্স থাকতে পারেই এই গাড়িতে।
টাটা ম্যাজিকের ইলেকট্রিক ভার্সনটিতে ড্রাইভারকে নিয়ে 10 জনের জায়গা হবে। গাড়িটি দৈর্ঘ্যে 3,790mm, প্রস্থে 1,500mm। এছাড়াও এতে পেয়ে যাবেন 2,100mm দীর্ঘ হউইলবেস এবং 160mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। জ়িরো এমিশন মোবিলিটির জগতে বেঞ্চমার্ক সেট করতে সক্ষম 10 সিটারের এই ইলেকট্রিক ভেহিকলে দেওয়া হবে অ্যাডভান্সড ব্যাটারি কুলিং সিস্টেম। গাড়িটি IP 67 রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ ড্রাইভিং পার্ট সহ আসে।
প্রসঙ্গত উল্লেখ্য, Tata Magic EV গাড়িটির ব্যাটারি ক্যাপাসিটি 14-20 kWh। যা 90-115 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। সিঙ্গেল স্পিড ট্রান্সমিশনের সঙ্গে পেয়ার করা রয়েছে এর ইঞ্জিন। এবং গাড়িটির ফ্রন্ট এবং রিয়ারে দেওয়া হয়েছে এলিপটিক্যাল লিফ স্প্রিং সাসপেনশন সিস্টেম। আপনি গাড়িটি দ্রুত এবং আসতে দুই ভাবেই চার্জ করতে পারবেন। স্লো মোডে একবার ফুল চার্জ হতে সময় নেয় মাত্র 6 ঘন্টা। যেখানে ফাস্ট চার্জিং-এ সময় লাগে 2 ঘন্টা।
কোম্পানির দাবি, নতুন Tata Magic-এর বৈদ্যুতিক সংস্করণ সিঙ্গেল চার্জে প্রায় 40 কিলোমিটার রেঞ্জ দেবে। এছাড়াও অনবোর্ড ফিচারের কথা বললে এই গাড়িতে রয়েছে 7 ইঞ্চির TFT ইনফোটেইনমেন্ট সিস্টেম, ভয়েস অ্যাসিস্ট এবং রিভার্স ক্যামেরা। পাশাপাশি এতে পাওয়া যাবে বেশ বড় একটা কেবিন। যদিও গাড়িটির সম্ভাব্য দামের খবর এখনও পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞদের অনুমান, 4.50 থেকে 5 লক্ষের মধ্যে এর দাম হতে পারে।