Read In
Whatsapp
Bike News

বাইকেও লাগাতে হবে FASTag স্টিকার, অন্যথায় দিতে হবে মোটা জরিমানা! জানুন বিষয়টা

একটা সময় ছিল যখন রাস্তায় টোল ট্যাক্স থাকলে সেই রাস্তা এড়িয়ে চলতেই বেশি পছন্দ করত আমজনতা। বিশেষ করে হাইওয়ে ছাড়া যে সমস্ত রাস্তায় টোল ট্যাক্স রয়েছে সেই রাস্তার দিকে যাওযার কথা কেও ভাবতেনও না। কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি দিয়ে বাজারে এসেছে Fastag। এখন আর লম্বা লাইনে দাঁড়াতে হয়না টোল ট্যাক্স পেরোনোর জন্য। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে রব উঠেছে যে, মোটর বাইকেও নাকি Fastag লাগাতে হবে!

Fastag আসে যানজট থেকে মুক্তি দেওয়ার জন্য। আগে যেখানে লম্বা লাইন লেগে যেত টোল ট্যাক্সের জন্য বর্তমানে তা আর কোনো ব্যাপারই নয়। গাড়ির উইন্ডস্ক্রিনে লাগিয়ে রাখা Fastag এর স্টিকার টোল বুথ থেকে নিজের থেকেই টাকা কেটে নেয়। এরফলে একটি বড় সমস্যা মিটেছে। কিন্তু তাহলে কি মোটরসাইকেলের জন্যও Fastag বাধ্যতামূলক করা হয়েছে?

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়িয়েছে। কিন্তু এই শুনে মোটেই ঘাবড়ে যাবেন না, কারণ মোটরসাইকেলে ফাস্ট্যাগ ব্যবহার করতে হবে এমন কোনও নিয়ম নেই। দেশের কোন টোল প্লাজাতেই বাইক আরোহীদের কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। নিয়ম অনুযায়ী চার চাকা, ট্রাক, বাস ও ভারী যানবাহনগুলিকে টোল প্লাজায় ট্যাক্স দিতে হয়।

বর্তমানে Fastag লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। আপনি যদি গাড়িতে তা লাগিয়ে না রাখেন তাহলে বলব টাকা আরোপ করা হবে আপনার ওপর। উল্লেখ্য, একটি ফাস্ট্যাগ একটি গাড়ির জন্যই বৈধ। এছাড়া 5 বছর মেয়াদ রয়েছে এই Fastag এর।

Back to top button