TRENDS
Advertisement

আয়ুষ্মান খুরানার গ্যারেজে রয়েছে ‘এক সে এক’ ধাসু গাড়ি, নায়কের কার কালেকশন দেখলে চোখ কপালে উঠবে

সদ্যই এই বিলাসবহূল গাড়ি কিনলেন আয়ুষ্মান খুরানা, দেখে নিন গাড়ির ছবি

Published By: Ritwik | Published On:

বলিউডের উঠতি অভিনেতাদের মধ্যে আয়ুষ্মান খুরানা বেশ পরিচিত নাম। একাধিক ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে মানুষের বেশ পছন্দের তালিকায় চলে এসেছেন অভিনেতা। অবশ্য শুধু অভিনয়ই নয়, একইসাথে গানের জগতেও তিনি বিরাজমান। অভিনয়ের পাশাপাশি দারুণ সঙ্গীতজ্ঞ তিনি। আর অনেকেই হয়তো জানেন না, কিন্তু গাড়ির প্রতি বেশ শৌখিন তিনি। তার বহরে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। কিন্তু জানেন কি, সদ্যই তার গ্যারেজে যুক্ত হয়েছে নতুন একটি বৈদ্যুতিক গাড়ি। বিখ্যাত জার্মান সংস্থার গাড়িটি তারকাদের বেশ পছন্দের হয়ে উঠেছে। আয়ুষ্মান খুরানার গ্যারেজে রয়েছে ‘এক সে এক' ধাসু গাড়ি, নায়কের কার কালেকশন দেখলে চোখ কপালে উঠবে

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আয়ুষ্মান খুরানার গ্যারেজে Marcedes থেকে BMW এর একাধিক গাড়ি থাকলেও আজ আমরা যে গাড়িটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি Audi এর নতুন বৈদ্যুতিক গাড়ি। সদ্যই আয়ুষ্মান কিনেছেন Audi Q8 E-Tron। বহুমূল্য এই গাড়িটি এখন তার গ্যারেজের শোভাবর্ধন করছে। তাহলে চলুন দেরী নাকরে বহুমূল্য গাড়িটির কেমন সেই সম্পর্কে জানাই আপনাদের। আয়ুষ্মান খুরানার গ্যারেজে রয়েছে ‘এক সে এক' ধাসু গাড়ি, নায়কের কার কালেকশন দেখলে চোখ কপালে উঠবে

অডি ই-ট্রন গাড়িটি দুটি ব্যাটারি প্যাকের সাথে উপলব্ধ। এগুলো হলো 71 kWh এবং 95 kWh। 5 আসনের এই বিলাসবহুল গাড়ির টপ ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম 1.26 কোটি টাকা। ব্যাটারি প্যাকের ভিন্নতার কারণে দুটি ভারিয়েন্ট রয়েছে। সেগুলো মোট 312 Ps শক্তি 540 Nm টর্ক উৎপন্ন করে এবং 360 Ps শক্তি সহ 561 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। অর্থাৎ বেশ শক্তিশালী পারফরম্যান্স মিলবে গাড়িটি থেকে। আয়ুষ্মান খুরানার গ্যারেজে রয়েছে ‘এক সে এক' ধাসু গাড়ি, নায়কের কার কালেকশন দেখলে চোখ কপালে উঠবে

অডি Q8 ই-ট্রন খুব শক্তিশালী বৈশিষ্ট্য রয়েছে। এরমধ্যে 10.1-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 8.6-ইঞ্চি স্ক্রিন, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, 360-ডিগ্রি ক্যামেরা, প্যানোরামিক সানরুফ এবং Bang & Olufsen 16-স্পীকার সাউন্ড সিস্টেম মজুদ রয়েছে। অ্যাম্বিয়েন্ট লাইটিং প্যাকেজ প্লাস, 360 ডিগ্রি ক্যামেরা এবং সুরক্ষার জন্য 6টি এয়ারব্যাগ রয়েছে।আয়ুষ্মান খুরানার গ্যারেজে রয়েছে ‘এক সে এক' ধাসু গাড়ি, নায়কের কার কালেকশন দেখলে চোখ কপালে উঠবে

Audi E-Tron এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় 200 কিলোমিটার! তবে বিভিন্ন ব্যাটারি প্যাক থাকার জন্য গাড়িটি মোট দুই প্রকার মাইলেজ দেয়। 71kWh ব্যাটারি প্যাকে মোট 264 কিমি এবং 95 kWh ব্যাটারি প্যাকে 379 কিমির মাইলেজ পাওয়া যায়। বাজারে, এই গাড়িটি BMW iX, Jaguar I-Pace এবং Mercedes-Benz EQC-এর সাথে প্রতিযোগিতায় নেমেছে।

অডি ই-ট্রন ছাড়াও আয়ুষ্মান খুরানার গ্যারেজে রয়েছে এই গাড়িগুলো :
মার্সিডিজ মেবাচ জিএলএস 600,
অডি A4
নিসান ড্যাটসান গো
BMW 3 সিরিজ
মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস
BMW 5 সিরিজ

About Author