Yamaha ভারতের বুকে বেশ বড় একটি বাইক নির্মাতা সংস্থা। তাদের R15 বাইকটি ভারতের বুকে বিক্রির রেকর্ড বানিয়েছে। বহুবছর ধরে ভারতের বুকে রয়েছে Yamaha এবং বিভিন্ন সেগমেন্টে বাইক নিয়ে এসেছে। মানুষ সেসমস্ত বাইক বেশ পছন্দও করেছেন। সম্প্রতি তারা নিজেদের নতুন আরেকটি বাইক আনছে বাজারে, আর তার লুক এবং ডিজাইন দেখে সেটিকে পছন্দ করতে বাধ্য আপনি।
বাজারে আসছে নতুন Yamaha RD 350। বাজারে উপস্থিত ভার্সনের থেকে গাড়িটির শক্তি এবং ডিজাইন সমস্তই আপগ্রেড করেছে কোম্পানি। উল্লেখ্য, Yamaha RD 350 বাইকটি প্রথমবার বাজারে আসে 80-90 এর দশকে। সেসময় থেকেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে বাইকটি। আর বর্তমানে সেটির মডার্ন ভার্সন নিয়ে এসেছে কোম্পানি।
বহু আগে থেকেই Yamaha RD 350 বিখ্যাত ছিল তার ক্লাসিক ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্সের জন্য। কিন্তু পরবর্তী সময়ে গাড়িটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এবার নতুনভাবে এবং নতুন রূপে গাড়িটি আসছে বাজারে। আর এই নিয়ে খবর আসতেই উচ্ছাস স্পষ্ট বাইক প্রেমীদের মধ্যে। বহু আগে থেকেই জনপ্রিয় বাইকটির নতুন ভার্সন নিয়ে আসছে সুজুকি, কিন্তু কেমন হবে বাইকটি?
ইঞ্জিন : জানা যাচ্ছে, Yamaha RD 350 তে 347cc এয়ার-কুলড ফোর-স্ট্রোক ইঞ্জিন রয়েছে। সেটি মোট 39 bhp শক্তি উৎপন্ন করতে পারে এবং মোট 6 গতির গিয়ারবক্স থাকবে।
নতুন কী ফিচারস থাকবে : ডিআরএল সহ এলইডি হেডল্যাম্প, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ডুয়াল-চ্যানেল ABS, ব্লুটুথ সংযোগ, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচের মতো দুর্দান্ত বৈশিষ্ট্যগুলি দেখা যাবে নতুন Yamaha RD 350 তে।