TRENDS
Advertisement

Maruti Suzuki Swift vs Tata Nexon, দুই গাড়ির মধ্যে কোনটা সেরা? পার্থক্য দেখে বুঝে নিন

জোর টক্কর দুই গাড়ির, কে এগিয়ে? দেখুন বিস্তারিত

Published By: Ritwik | Published On:

কমদামী গাড়ির বাজারে একরকম রাজ চালায় মারুতি সুজুকি। যদিও বৈদ্যুতিন গাড়ির বাজারে তাদের উপস্থিতি নেই সেরকম, কিন্তু CNG থেকে জ্বালানি গাড়ির (পেট্রোল এবং ডিজেল) ক্ষেত্রে আজও মারুতি সুজুকি মার্কেট লিডার। সদ্যই বাজারে এসেছে নতুন সুইফ্ট, আর গাড়িটি টক্কর দেয় টাটা মোটরসের Nexon এর সাথে। কিন্তু প্রতিযোগীতায় কেমন অবস্থানে রয়েছে Swift? চলুন জেনে নেওয়া যাক।Maruti Suzuki Swift vs Tata Nexon, দুই গাড়ির মধ্যে কোনটা সেরা? পার্থক্য দেখে বুঝে নিনMaruti Suzuki Swift vs Tata Nexon, দুই গাড়ির মধ্যে কোনটা সেরা? পার্থক্য দেখে বুঝে নিন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Maruti Suzuki Swift :

খুব শীঘ্রই সংস্থাটির জনপ্রিয় মডেল সুইফটের একটি নতুন সংস্করণ লঞ্চ করার পরিকল্পনা করেছে মারুতি সুজুকি। এই গাড়িতে নতুন ইঞ্জিনের পাশাপাশি 30.9 কিলোমিটারের বেশি মাইলেজ পাওয়া যাবে।নতুন ডিজাইন করা গ্রিল, নতুন এলইডি এবং সামনের দিকে মসৃণ হেডল্যাম্প। এবং এতে রয়েছে আপডেটেড ফ্রন্ট বাম্পার, ব্ল্যাক-আউট পিলার এবং ছাদে রয়েছে প্যানারোমিক রুফ টপ‌।Maruti Suzuki Swift vs Tata Nexon, দুই গাড়ির মধ্যে কোনটা সেরা? পার্থক্য দেখে বুঝে নিন

5.99 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে CNG তে 30.9 কিমি, পেট্রোলে 22.38 কিমি মাইলেজ দেয় swift। 1197 সিসির ইঞ্জিন 89 bhp শক্তি এবং 113 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। গাড়িটিকে স্পোর্টি এবং আকর্ষণীয় লুকের সাথে বাজারে আনছে মারুতি সুজুকি।

Tata Nexon :

Maruti Suzuki Swift vs Tata Nexon, দুই গাড়ির মধ্যে কোনটা সেরা? পার্থক্য দেখে বুঝে নিনএকই দামে বাজারে আসে টাটা মোটরসের Nexon। গাড়িটি এক্স শোরুম দাম শুরু হচ্ছে 8 লক্ষ টাকা থেকে। 5 আসনের গাড়িটি বিভিন্ন ভেরিয়েন্টে 1199 সিসি থেকে 1497 সিসির ইঞ্জিনের সাথে আসে। Nexon এর ডিজেল ভার্সনে 24.07 কিমির মাইলেজ রয়েছে। পেট্রোলে ভার্সনে 17.33 কিমির রেঞ্জ মেলে। 8টি ভেরিয়েন্টে নানাবিধ আধুনিক পরিষেবা পাবেন আপনি। এছাড়া নিরাপত্তার জন্য 5Star G-NCAP রেটিং রয়েছে Nexon এর।

About Author