TRENDS
Advertisement

BMW থেকে Rolls Royce! রজনীকান্তের গাড়ির কালেকশন দেখলে মাথা ঘুরে যাবে আপনার

বিলাসবহুল গাড়ির এতবড় কালেকশন খুব কম তারকারই রয়েছে, রেকর্ড সংখ্যক দামী গাড়ির মালিক দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। দেখে নিন তার সম্পূর্ন কালেকশন

Published By: Ritwik | Published On:

চলচ্চিত্র জগতের সুপারস্টারদের কাছে গাড়ির কালেকশন দেখলে চোখ ধাঁধিয়ে যায়। বলিউডের তারকারা বিশ্বের বিভিন্ন বিলাসবহুল গাড়ির কালেকশন রেখেছেন নিজেদের গ্যারেজে। কিন্তু দক্ষিণী সুপারস্টার রজনীকান্তও কম যান না, তার কালেকশনে রয়েছে রোলস রয়েস ঘোস্ট সহ বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি। আজ তার গ্যারেজের কালেকশন সম্পর্কে জানাতে চলেছি আমরা।BMW থেকে Rolls Royce! রজনীকান্তের গাড়ির কালেকশন দেখলে মাথা ঘুরে যাবে আপনার

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

দেখে নিন থালাইভার বিরাট গাড়ি কালেকশন

BMW X5 : BMW থেকে Rolls Royce! রজনীকান্তের গাড়ির কালেকশন দেখলে মাথা ঘুরে যাবে আপনারBMW এর নতুন প্রজন্মের গাড়ি X5। বাজারে গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 95.20 লক্ষ টাকা থেকে 1.08 কোটি টাকা। গত 14 জুলাই X5 এর ফেসলিফ্ট সংস্করণটি লঞ্চ করে BMW। LED DRL এবং 21-ইঞ্চি অ্যালয় হুইল সহ জার্মান কোম্পানির গাড়িটি রয়েছে রজনীকান্তের গ্যারেজে।

Lamborghini Urus : BMW থেকে Rolls Royce! রজনীকান্তের গাড়ির কালেকশন দেখলে মাথা ঘুরে যাবে আপনারSUV সেগমেন্টে আসে এই সুপারকার। বাজারে গাড়িটি S এবং Performante, এই দুই ভার্সনে বিক্রি হচ্ছে। আর সেই অনুযায়ী দাম রয়েছে 4.18 কোটি টাকা থেকে 4.22 কোটি টাকা! মাত্র 3.5 সেকেন্ডেই 100 কিমি গতি পেরিয়ে যেতে সক্ষম Urus। 4 লিটার টুইন টার্বো V8 ইঞ্জিন 666 PS শক্তি এবং 850 Nm টর্ক জেনারেট করতে সক্ষম, আর গাড়িটি সর্বোচ্চ 305 kmph এর গতিতে ছুটতে পারে।

BMW থেকে Rolls Royce! রজনীকান্তের গাড়ির কালেকশন দেখলে মাথা ঘুরে যাবে আপনারএছাড়াও রজনীকান্তের গ্যারেজে রয়েছে Toyota Innova Crysta, Lexus LX470, Premier Padmini, Toyota Fortuner, BMW 7-Series, Hindustan Motors Ambassador, Rolls Royce Ghost, Mercedes-Benz G63 AMG, Porsche Cayman S, Honda Civic এবং Bentley Continental GT।

About Author