TRENDS
Advertisement

5 সেকেন্ডে ওঠে 0-60 স্পিড! নয়া ইলেকট্রিক স্কুটার নিয়ে এলো TVS, মাইলেজ পাবেন 80 কিলোমিটার

সামনে এসেছে TVS ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্টের নতুন Creon স্কুটার, এক চার্জেই ছুটবে 80 কিলোমিটার!

Published By: Ritwik | Published On:

বৈদ্যুতিক গাড়ির বাজার নিয়ে বেশ বড় পদক্ষেপ নিয়েছে TVS। আগামী সময়ে মার্কেটে টিকে থাকার জন্য সংস্থাটি বিরাট বড় মাপের বিনিয়োগ শুরু করেছে সেখানে। আর সেই বিনিয়োগের সফল ফসল Creon ই-স্কুটার। 80 কিমি রেঞ্জ সহ দুর্দান্ত শক্তিশালী ইঞ্জিন নিয়ে হাজির হয়েছে Creon।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন
5 সেকেন্ডে ওঠে 0-60 স্পিড! নয়া ইলেকট্রিক স্কুটার নিয়ে এলো TVS, মাইলেজ পাবেন 80 কিলোমিটার
source : rushlane.com

TVS এর তরফে আনা হয়েছে উচ্চ-ক্ষমতাসম্পন্ন ক্রেয়ন স্কুটারটি। নিখুঁত ডিজাইন এবং নিরাপত্তার মেল বন্ধনে তৈরি হয়েছে Creon স্কুটারটি। সামনে এবং পিছনে বেশ শক্তিশালী ব্যাটারি প্যাক সহ উন্নত ফিচারস রয়েছে এখানে। সম্পূর্ন ডিজিটাল ক্লাস্টারে GPS এর মতো সুবিধা আগে থেকেই ইনস্টল করা থাকবে। এছাড়া সেখানে অ্যান্টি-থেফট সুবিধাও পেয়ে যাবেন আপনি।

TVS Creon-এ 40 Ah ব্যাটারি প্যাক রয়েছে। কোম্পানির পক্ষ থেকে গাড়িটির দাম সম্পর্কে কিছু জানানো হয়নি। কিন্তু ধারণা করা হচ্ছে যে, শক্তিশালী স্কুটারটিকে 1.20 লক্ষ টাকার এক্স-শোরুম দামের সাথে লঞ্চ করতে পারে TVS মোটরস। এছাড়া বাজারে আসার সময় আরো কিছু অতিরিক্ত রঙের সাথে আসতে পারে সেটি।5 সেকেন্ডে ওঠে 0-60 স্পিড! নয়া ইলেকট্রিক স্কুটার নিয়ে এলো TVS, মাইলেজ পাবেন 80 কিলোমিটার

Creon স্কুটারে 12000 W এর পাওয়ারপলস মোটর রয়েছে। সেখানে টিউবলেস টায়ার সহ ব্লুটুথ কানেক্টিভিটিও থাকছে। উল্লেখ্য , মাত্র 5.1 সেকেন্ডেই 0 থেকে 60 kmph গতিতে পৌঁছে যেতে পারে Creon। মোট 16.31 PS শক্তি উৎপন্ন করতে পারে স্কুটারের ইঞ্জিন। 3টি রাইডিং মোড আপনাকে বিভিন্ন স্থানে বিভিন্ন গতিতে যেতে সাহায্য করবে। এছাড়া নিরাপত্তার জন্য ABS সহ হুইল সেন্সরও পেয়ে যাবেন আপনি।

About Author