TRENDS
Advertisement

মাত্র 5000 দিয়ে বাড়ি আনুন দুর্দান্ত মাইলেজ দেওয়া নতুন Hero HF Deluxe, রইলো ডিটেলস

এই নিয়ম মেনে চললেই ৫০০০ টাকায় হিরোর বেস্ট সেলিং বাইক আপনার বাড়ি চলে আসবে

Published By: Ritwik | Published On:

মোটরবাইক বা গাড়ির কার্যকারিতা দিন দিন বেড়ে চলেছে। গণপরিবহনে ভিড় বেড়ে চলার কারণে অনেকেই সেই মাধ্যমকে এড়িয়ে চলতে চাইছেন। এক্ষেত্রে অবশ্য নিম্ন মধ্যবিত্তদের ক্ষেত্রে গাড়ির প্রাচুর্যতা না থাকায় দুই চাকাই বাহন হয়ে ওঠে। আর এর মধ্যে আবার HF Deluxe বাইকটি সেরা প্রমাণিত হয়েছে। মাত্র 5000 টাকাতেই বাইকটি বাড়িতে আনতে পারবেন আপনি। বিষয়টি নিয়ে জানাচ্ছি চলুন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

লো এবং মিড রেঞ্জের বাইকের ক্ষেত্রে হিরো মোটোকর্পের জুড়ি নেই। এক লাখের বাজেটে সেরা বাইক প্রমাণিত হয়েছে HF Deluxe। কমিউটার বাইকটির লেটেস্ট ভার্সনে হিরো ইঞ্জিন আপডেট করার সাথে সাথে বেশ কিছুই নতুন ফিচার অ্যাড করেছে যা বাইকটিকে অতুলনীয় করে তুলেছে। বাজারে মোট দুইটি ভ্যারিয়েন্টে সেটি লঞ্চ করেছে হিরো। মাত্র 5000 দিয়ে বাড়ি আনুন দুর্দান্ত মাইলেজ দেওয়া নতুন Hero HF Deluxe, রইলো ডিটেলস

HF Deluxe গাড়িটির বেস মডেল আসে কিক-স্টার্ট ভেরিয়েন্টের সাথে। সেটির দাম নির্ধারণ করা হয়েছে 60,760 টাকা (এক্স-শোরুম, দিল্লি)। সেলফ-স্টার্ট মডেলের দাম নির্ধারণ করা হয়েছে 66,408 টাকা (এক্স-শোরুম, দিল্লি)। চারটি রঙের সাথে লঞ্চ করেছে হিরো। নতুন ‘ক্যানভাস ব্ল্যাক’ ভ্যারিয়েন্টটি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠেছে। কম খরচে স্পোর্টি লুক পাওয়ার জন্য জুড়ি নেই গাড়িটির।

Hero HF Deluxe ভারতীয় বাজারে খুবই জনপ্রিয় গাড়ি। Hero Motocorp এর Splendor Plus এর পর দ্বিতীয় সেরা বিক্রি হওয়া মডেল HF Deluxe। 2023 HF Deluxe গাড়িতে নতুন স্ট্রাইপযুক্ত পোর্টফোলিও রয়েছে। নতুন স্পোর্টি গ্রাফিক্স বাইকটির ডিজাইনকে মানুষের কাছে আরো আকর্ষণীয় করে তুলেছে। অতিরিক্ত ফিচারসের মধ্যে রয়েছে USB চার্জিং ইত্যাদি ফিচার।মাত্র 5000 দিয়ে বাড়ি আনুন দুর্দান্ত মাইলেজ দেওয়া নতুন Hero HF Deluxe, রইলো ডিটেলস

HF Deluxe গাড়িতে 97.2 সিসির একটি এয়ার-কুলড ওয়ান-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করেছে। সেটি মোট 8ps শক্তি এবং 8Nm পিকটর্ক জেনারেট করতে সক্ষম। 4-স্পীড গিয়ারবক্সের সাথে সংযুক্ত রয়েছে গাড়িটির ইঞ্জিন। টিউবলেস টায়ার সহ সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ রয়েছে আর উভয় চাকায় 130 মিমির ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।মাত্র 5000 দিয়ে বাড়ি আনুন দুর্দান্ত মাইলেজ দেওয়া নতুন Hero HF Deluxe, রইলো ডিটেলস

নতুন Hero HF Deluxe-এর এক্স-শোরুম দাম 64,438 টাকা, অন-রোডে খরচ হবে 78,252 টাকা। কিন্তু আপনার বাজেট কম হলেও চিন্তা নেই, আপনি মাত্র 5000 টাকা ডাউন পেমেন্ট করে EMI তে বাইকটি কিনতে পারেন। 3 বছরের জন্য ঋণ নিলে 9.7% সুদের হারে প্রতি মাসে 2161 টাকা দিতে হবে আপনাকে।

About Author