TRENDS
Advertisement

মাত্র 4.8 সেকেন্ডে ওঠে 0 থেকে 100 স্পিড, আমির খানের এই লাক্সারি গাড়ির দাম শুনে ঘুম উড়বে আপনার

মাত্র 4.8 সেকেন্ডেই 0 থেকে 100 কিমি গতিতে পৌঁছে যায় আমির খানের এই গাড়ি

Published By: Ritwik | Published On:

বলিউড অভিনেতা আমির খানকে অনেকে মিস্টার পারফেকশনিস্ট বলে ডেকে থাকেন। তার অভিনয় অথবা ব্যক্তিগত জীবন নিয়ে অনেক তথ্য জানা গেলেও তার গাড়ির কালেকশন সম্পর্কে জানেন কি? এখানে আগেই জানিয়ে দিই যে, আমির খানও অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদের মতো গাড়ির প্রতি বেশ শৌখিন।মাত্র 4.8 সেকেন্ডে ওঠে 0 থেকে 100 স্পিড, আমির খানের এই লাক্সারি গাড়ির দাম শুনে ঘুম উড়বে আপনার

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আমির খানের গ্যারেজে রয়েছে রোলস রয়সের বিখ্যাত মডেল ঘোস্ট। শক্তিশালী ইঞ্জিন সহ বিভিন্ন এলিট ফিচারস রয়েছে এই গাড়িতে। Rolls-Royce Ghost গাড়িতে বিরাট আকারের 6750 cc ইঞ্জিন রয়েছে। সেটি মোট 563 Bhp উচ্চ উৎপন্ন করতে সক্ষম। এর অটোমেটিক ট্রান্সমিশনের কারণে দীর্ঘ যাত্রায়ও কোনো অসুবিধা হবেনা আপনার।মাত্র 4.8 সেকেন্ডে ওঠে 0 থেকে 100 স্পিড, আমির খানের এই লাক্সারি গাড়ির দাম শুনে ঘুম উড়বে আপনার

রোলস রয়েস ঘোস্ট একটি দারুণ স্টাইলিশ গাড়ি। উল্লেখ্য যে, বড় ইঞ্জিন থাকলেও আপনি এখানে 6.33 kmpl এর মাইলেজ পেয়ে যাবেন। পেট্রোল ভার্সনের সাথে আসে এই গাড়িটি। যার এক্স শোরুম দাম শুরু হচ্ছে 6.95 কোটি টাকা থেকে, টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম থাকছে 7.95 কোটি টাকা। রোলস রয়েস ঘোস্ট কোম্পানির দ্রুততম গাড়ি। সেখানে অবশ্য 6.75L টুইন টার্বো V12 ইঞ্জিনের অপশনও রয়েছে।

মাত্র 4.8 সেকেন্ডে ওঠে 0 থেকে 100 স্পিড, আমির খানের এই লাক্সারি গাড়ির দাম শুনে ঘুম উড়বে আপনারV12 ইঞ্জিনের সাথে 571 PS শক্তি এবং 850 Nm টর্ক জেনারেট করতে সক্ষম গাড়িটি। 8 গতির গিয়ারবক্সের সাথে মাত্র 4.8 সেকেন্ডে 0 থেকে 100 কিমি ঘণ্টা গতিতে পৌঁছে যায় গাড়িটি। সর্বোচ্চ 250 কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে গাড়িটি। রোলস-রয়েস ঘোস্টে ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে এবং 1300 W এর অডিও সিস্টেম রয়েছে। এতে হেড-আপ ডিসপ্লে এবং LED লাইটের ড্যাশ বোর্ডও দেখতে পাবেন আপনি।

About Author