Read In
Whatsapp
Electric Vehical

Tata, Ather-কে কড়া টক্কর! S1, S1 Pro-র পর আরও নতুন ইলেকট্রিক স্কুটার আনছে Ola, দাম কত?

বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে ভারতে এখন রীতিমত বিপ্লব চলছে। আর এক্ষেত্রে স্কুটারের দুনিয়াতে অগ্রণী ভূমিকা পালন করছে ওলা। বিগত সময়ে এত বেশি এবং উন্নতমানের গাড়ি নিয়ে এসেছে সংস্থাটি যে, মানুষের মধ্যে Ola গাড়ির ওপর ভরসা বেড়েছে। Ola S1, S1 Pro এবং Air এর পর আগামী 15 আগস্ট আরো নতুন একটি গাড়ি উন্মোচন করতে চলেছে। আর সেই নিয়ে বাজারে বেশ হাইপ চলছে,চলুন দেখে নেওয়া যাক কেমন গাড়ি নিয়ে আসছে কোম্পানি।

Ola ধীরে ধীরে স্টার্টআপ থেকে প্রিমিয়াম কোম্পানিতে পরিণত হচ্ছে। জমাটি ইলেকট্রিক স্কুটার তৈরি করেছে তারা। দাম এবং মানের হিসেবে সংস্থাটি বাজারে রেকর্ড গড়েছে। বিগত সময়ে বিক্রির নিরীখে তাদের সামনা সামনিও থাকেনি কেউই। কিন্তু এবার পুরো বাজার নিজেদের দখলে আনতে আরো একটি নতুন গাড়ি নিয়ে আসছে সংস্থাটি।

Ola-র নতুন স্কুটার সম্পর্কে প্রায় কিছুই জানা যায়নি এখনো। বিস্তারিত তথ্য সামনে না এলেও ওলার ট্র্যাক রেকর্ড দেখে নতুন OLA S1X গাড়িটি নিয়ে উত্তেজনা তৈরী হয়েছে। বাজারে অবশ্য জোর গুঞ্জন চলছে যে, নতুন স্কুটারের দাম 1 লাখের মধ্যেই থাকতে পারে। এতদিন বাজারে যে গাড়িগুলো তারা নিয়ে এসেছে সেগুলো অত্যন্ত দারুণ মান সম্পন্ন হলেও দাম ছুঁয়েছে 1.5 লক্ষ টাকা! এবার তাই সস্তায় গাড়ি আনছে কোম্পানি।

উল্লেখ্য যে, Ola S1X ইলেকট্রিক স্কুটারটিতে ওলার ডিজাইন থেকে শুরু করে বহু বিষয়েই বড় মডেল গুলোকে ফলো করবে। S1 Air মডেলের সাথে এই গাড়িটির বহুখানি মিল থাকার সম্ভাবনা রয়েছে। অধিক জানার জন্য 15 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Back to top button