TRENDS
Advertisement

নবরূপে তুখোড় ফিচার্স নিয়ে ভারতের বাজারে ঝড় তুলতে আসছে Toyota-র ফর্চুনার! রইলো ডিটেলস

থাইল্যান্ডের পর এবার ভারতের বাজার নেক্সট টার্গেট টয়োটার? কী জানা যাচ্ছে দেখে নিন

Published By: Ritwik | Published On:

টয়োটার জনপ্রিয় Fortuner SUV গাড়িটি ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ব্যপক জনপ্রিয়। 7 সিটার গাড়িটি এককথায় প্রিমিয়াম SUV এর জন্য একটি উদাহরণ হয়ে ওঠেছে। Toyota Land Cruiser এর ডিজাইন দ্বারা প্রভাবিত এবং Hilux Platform এর ওপর নির্মিত গাড়িটি 2018 সালের দিকে আসে বাজারে। এবার শীঘ্রই গাড়িটির নতুন ভার্সন লঞ্চ করতে পারে টয়োটা।নবরূপে তুখোড় ফিচার্স নিয়ে ভারতের বাজারে ঝড় তুলতে আসছে Toyota-র ফর্চুনার! রইলো ডিটেলস

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

বহুবছর হয়ে গেল টয়োটার গাড়িটির নতুন ভার্সন দেখা যায়নি বাজারে। কিন্তু সম্প্রতি থাইল্যান্ডে গাড়িটির নতুন ভার্সন নিয়ে এসেছে কোম্পানি। সেখানে পুরনো Fortuner এ যা অভাব ছিল সমস্ত কিছুই উপস্থিত রয়েছে। শক্তি, আরাম এবং বিলাসিতা সহ এবার লেটেস্ট টেকনোলজির সাথে গাড়িটি বাজারে নিয়ে এসেছে টয়োটা। নতুন ভার্সন আইকনিক SUV টির আকর্ষণ আরো বাড়িয়ে তুলবে।

নবরূপে তুখোড় ফিচার্স নিয়ে ভারতের বাজারে ঝড় তুলতে আসছে Toyota-র ফর্চুনার! রইলো ডিটেলসটয়োটা ফরচুনার মানেই Raw-Power, আর এবার Toyota তাদের গাড়িতে 2.8-লিটার 1GD-FTV ইঞ্জিনে আগের থেকে ক্ষমতা 20hp এবং টর্ক 50Nm বাড়িয়েছে। বর্তমানে মোট 224 hp শক্তি এবং চিত্তাকর্ষক 550 Nm টর্কের সাথে লঞ্চ হয়েছে নতুন ফরচুনার। আগে থেকেই শক্তিশালী গাড়িতে সামান্য শক্তি বাড়লেও আসল আপগ্রেড এসেছে ইনফোটেনমেনট সিস্টেম সহ অত্যাধুনিক টেকনোলজিতে। টায়ার প্রেসার মনিটরিং সহ একাধিক আধুনিক বৈশিষ্ট্য যুক্ত হয়েছে।

নবরূপে তুখোড় ফিচার্স নিয়ে ভারতের বাজারে ঝড় তুলতে আসছে Toyota-র ফর্চুনার! রইলো ডিটেলস

খুব বেশি আপগ্রেড না হলেও থাইল্যান্ডে 15,000 THB থেকে 40,000 THB দাম বেড়েছে। তবে ভারতেও গাড়ি প্রেমীরা বেশ খুশি এই আপগ্রেডের পর। কারণ এবার ভারতের বাজারে গাড়িটির আসার সম্ভবনা রয়েছে। দেশের বাজারে Fortuner এর ব্যপক জনপ্রিয়তা থাকলেও এক্ষুনি ভারতে লঞ্চ হচ্ছে কিনা তা জানা যায়নি। Fortuner এর জনপ্রিয়তা দেখে ভারতে লঞ্চ করার আগে গাড়িটিকে আরো রিফাইন করতে পারে টয়োটা, এমনই জানা যাচ্ছে বিশ্বস্ত সূত্রে।

নবরূপে তুখোড় ফিচার্স নিয়ে ভারতের বাজারে ঝড় তুলতে আসছে Toyota-র ফর্চুনার! রইলো ডিটেলসপ্রসঙ্গত থাইল্যান্ডে লঞ্চ হওয়া ফরচুনার গাড়িতে কেবিন থেকে ড্যাশবোর্ড, সমস্ত কিছুতেই নতুন ডিজাইন দেখা যাচ্ছে। Toyota গাড়িটি হাইব্রিড ইঞ্জিনের সাথে লঞ্চ হয়েছে। ভারতের বাজার নিয়ে কোনো আপডেট না এলেও আরো শক্তিশালী ভার্সন নিয়ে আসতে পারে জাপানি কোম্পানিটি। বর্তমানে ভারতের বাজারে ফরচুনার যে রেঞ্জে আসে সেখানে একমাত্র প্রতিযোগিতা দিচ্ছে MG Gloster। এক্ষেত্রে নতুন রূপে Fortuner লঞ্চ হলে সেটি বাজারে ভালোই সাড়া ফেলবে।

About Author