TRENDS
Advertisement

BMW এর বহুমূল্য i7 সেডান কিনলেন জ্যাকলিন, গাড়িটির দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার!

জ্যাকলিনের নতুন বহুমূল্য বৈদ্যুতিক গাড়িটি কেমন দেখে নিন

Published By: Ritwik | Published On:

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ মাঝেমধ্যেই নিজের বিভিন্ন কাজকর্মের জন্য সংবাদ শিরোনামে আসেন। সম্প্রতি তিনি বিলাসবহুল গাড়ি নির্মাতা BMW এর i7 গাড়িটি কিনেছেন। হাই এন্ড বৈদ্যুতিক গাড়িটি আসলে একটি বিলাসবহুল সেডান। বাজারে EV টির দাম শুনলে চমকে যাবেন আপনি। সদ্যই জ্যাকলিনকে বহুমূল্য গাড়িতে দেখা গিয়েছে। তারপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে সর্বত্র। bmw

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Cinetalks247 এর ভিডিওতে প্রথম দেখা যায় গাড়িটিকে। বিলাসবহুল গাড়ির পিছনের সিটে আরামে বসে রয়েছেন নায়িকা। মুম্বাইয়ের বান্দ্রার একটি ক্লিনিক থেকে বের হতে দেখা গেছে তাকে। এছাড়া আরো কয়েক জায়গায় গাড়িটি সমেত জ্যাকলিনকে দেখা গিয়েছে। আপাতত এই সেডান গাড়িই তার সর্বক্ষণের সঙ্গি হয়ে ওঠেছে।BMW এর বহুমূল্য i7 সেডান কিনলেন জ্যাকলিন, গাড়িটির দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার!

BMW i7 গাড়িটি বেশ পছন্দের হয়ে ওঠেছে সবার। বিলাসবহুল ফ্ল্যাগশিপ সেডান হিসেবে গাড়িটি বিক্রি করছে কোম্পানি। এই সিরিজের সবচেয়ে জমকালো মডেল হিসেবে বিক্রি হচ্ছে i7 গাড়িটি। ডিজাইন থেকে পাওয়ারট্রেন সমস্তই বেশ বিলাসবহুল এই গাড়িতে। বৈদ্যুতিক গাড়ি হলেও নতুন ICE 7 সিরিজের সাথে আকর্ষণীয় সাদৃশ্য রয়েছে গাড়িটির।BMW এর বহুমূল্য i7 সেডান কিনলেন জ্যাকলিন, গাড়িটির দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার!

BMW এর এই গাড়িটির দাম রয়েছে 2 কোটি টাকা। সেখানে উপস্থিত ইঞ্জিনটি 544 হর্সপাওয়ার শক্তি এবং 745 Nm টর্ক তৈরি করতে সক্ষম। 101.7 kWh ব্যাটারি প্যাকের সাহায্যে 625 কিমি রেঞ্জ পাওয়া যায় গাড়িটিতে। সর্বোচ্চ 239 kmph গতির সাথে মাত্র 4.7 সেকেন্ডেই 100 kmph গতিতে পৌঁছে যেতে পারে গাড়িটি। ব্যপক শক্তিশালী পাওয়ারট্রেন ছাড়াও সেখানে 12.3 ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ 14.9 ইঞ্চির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। একইসাথে i7-এর ছাদে একটি ফোল্ডেড 31.3-ইঞ্চির 8K সিনেমা স্ক্রিন রয়েছে।bmw

উল্লেখ্য গাড়িতে 195kW এর DC পাওয়ার অথবা 11kW AC পাওয়ারের সাহায্যে মাত্র 34 মিনিটেই 10% থেকে 80% অবধি চার্জ হয়ে যায়। গাড়িটির এক্স-শোরুম দাম রয়েছে 1.95 কোটি টাকা। যা মার্সিডিজ-বেঞ্জ EQS 580, পোর্শে টাইকান, অডি ই-ট্রন জিটির সাথে সরাসরি প্রতিযোগিতায় নামে। প্রসঙ্গত, শুধু BMW i7 নয়, একইসাথে জিপ কম্পাস, রেঞ্জ রোভার ভোগ, মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস S500 রয়েছে তার কাছে।

About Author