Read In
Whatsapp
Electric Vehical

মোবাইলের দিন শেষ! মার্কেটে ঝড় তুলতে তুখোড় ই-স্কুটার আনতে চলেছে Micromax

Micromax, এক দশক আগে স্মার্টফোনের বাজারে রেকর্ড বিক্রি করে এই সংস্থা। চিন থেকে ফোন নিয়ে এসে নিজেদের লোগো লাগিয়ে মোটা মুনাফা অর্জন করেছে তারা। কিন্তু ধীরে ধীরে স্মার্টফোনের ব্যবসা তাদের লাটে উঠল। সংস্থাটির দাপট ধীরে ধীরে ফিকে হতে হতে আজ শূন্যে পরিণত হয়েছে। কিন্তু এবার ইলেক্ট্রিক গাড়ি নিয়ে এসে কামব্যাকের প্রস্তুতি চালাচ্ছে তারা।

মাইক্রোম্যাক্সের রেগুলেটরি ফাইলিং থেকে জানা গিয়েছে যে, সংস্থার সহ প্রতিষ্ঠাতা বিকাশ জৈন, রাজেশ আগারওয়াল এবং সুমিত কুমার মিলে মাইক্রোম্যাক্স মোবিলিটি নামক একটি সংস্থা অন্তর্ভুক্ত করেছেন। সেখানেই তাদের নতুন প্রোজেক্ট শুরু হতে পারে। সূত্র মারফৎ খবর আসছে, চলতি বছরের শুরুর দিকেই অটোমোবাইল শিল্পে প্রবেশ করার জন্য নথিপত্র তৈরি করে মাইক্রোম্যাক্স।

বিষয়টি নিয়ে আলোচনাও শুরু হয় বাজারে। নতুন রূপে মাইক্রোম্যাক্সের কামব্যাক নিয়ে উৎসাহী অনেকেই। স্মার্টফোন সেগমেন্টে মুখ থুবড়ে পড়েছে তারা, ভারতের বাজারে ব্যাটন ছিনিয়ে নিয়েছে Samsung, শাওমির মতো ব্র্যান্ড। তাই বৈদ্যুতিক স্কুটার একমাত্র ভরসা রয়ে গিয়েছে।

উল্লেখ্য, ভারতের বাজার ধরতে চলে এসেছে একাধিক কোম্পানি। সেখানে মাইক্রোম্যাক্সের প্রতিদ্বন্দ্বী হিসেবে Ola, TVS ইত্যাদির মতো সংস্থা নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এখন দেখার আদৌ মাইক্রোম্যাক্স সফল হয়, নাকি আরো একবার মুখ থুবড়ে পড়বে কোম্পানি

Back to top button