Read In
Whatsapp
Car NewsElectric Vehical

TATA Nexon Vs Mahindra XUV 400, দেখে নিন কোন কোম্পানির বৈদ্যুতিক গাড়িটা আপনার জন্য সেরা

বৈদ্যুতিক গাড়ির বাজার ধীরে ধীরে বেড়ে চলেছে। বিশ্বব্যপী ট্রেন্ডে গা ভাসিয়ে ভারতীয়রাও দেদার বৈদ্যুতিন গাড়ি কিনে চলেছে। এই বাজারে টাটা মোটরস বাকিদের থেকে অনেকখানি এগিয়ে। Nexon EV বাজারে বেশ হাইপ তৈরি করেছে। শীঘ্রই আবার গাড়িটির Facelift ভার্সন নিয়ে আসতে চলেছে টাটা মোটরস। মাহিন্দ্রাও এবার সেই দৌড়ে সামিল হয়েছে।

source : motoring world

আগে কিছুটা বাকি থাকলেও মাহিন্দ্রা এবার XUV 400 এর বৈদ্যুতিক ভার্সন নিয়ে আসছে তারা। চলুন দেখে নেওয়া যাক কী কী ফিচারস থাকবে নতুন গাড়িতে। XUV 400 এর দাম এবং বৈশিষ্ট্য সম্পর্কে বলার পাশাপাশি Nexon এর সাথে টক্করে কেমন অবস্থানে রয়েছে গাড়িটি সেই নিয়েও জানাবো আজ।

Nexon EV : Tata Nexon EV Max xz+ Lux গাড়িটি বাজারে নিজের জাত চিনিয়েছে। মাত্র 9 সেকেন্ডেই 100 কিমি প্রতি ঘন্টা বেগে ছুটতে সক্ষম Nexon। শুধু তাই না, মাত্র একবার চার্জেই আপনি 453 কিমির মাইলেজ পেয়ে যাবেন। আবার 3.3 kw এর চার্জারের সাহায্যে মাত্র 56 মিনিটে আপনার গাড়ি 80% চার্জিং সম্পূর্ন হয়ে যায়। 5 স্টার নিরাপত্তার সাথে গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে 18.79 লক্ষ টাকা।

 

View this post on Instagram

 

A post shared by Tata Nexon (@tatanexonofficial)

Nexon EV সর্বোচ্চ 143 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম। গাড়িতে 10.25-ইঞ্চি ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন সিস্টেম রয়েছে। বেশ কয়েকটি ভার্সনে রং এবং ফিচারসের বিকল্পের সাথে আসে গাড়িটি। 5 সিটার এই গাড়িটি নিজের সেগমেন্টে সেরা প্রমাণিত করেছে।

Mahindra XUV400 EV : মাহিন্দ্রার নতুন EV ও সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে Nexon কে। দুটি ভেরিয়েন্ট মোট 10টি ভিন্ন ভিন্ন রঙের সাথে উপলব্ধ। 5 সিটার গাড়িটিতে দুই ধরনের ব্যাটারি প্যাক রয়েছে। একবার ফুল চার্জে XUV 400 ছুটতে পারে 375 কিমি পর্যন্ত। সাথে 50 kW DC ফাস্ট চার্জার 50 মিনিটেই 80% চার্জ সম্পূর্ন করে দেয়।

 

View this post on Instagram

 

A post shared by Mahindra XUV400 (@mahindraxuv400)

অতিরিক্ত ফিচারসের মধ্যে রয়েছে 7 ইঞ্চির টাচস্ক্রিন সিস্টেম, ফোল্ডেবল ORVM, ছয়টি এয়ারব্যাগ, কর্নারিং ব্রেক কন্ট্রোল, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল (ESC)। অটোমেটিক ট্রান্সমিশনের সাথে গাড়িতে একটি সিঙ্গেল-পেন সানরুফ, পুশ-বাটন স্টার্ট-স্টপ, রিয়ার পার্কিং ক্যামেরাও পাবেন আপনি।

Back to top button