TRENDS
Advertisement

বাইকের দামে কিনুন Maruti-র এই ধাসু গাড়ি, কিন্তু কিভাবে? জেনে নিন ডিটেলস

বাইকের দামে নিয়ে যান মারুতির এই গাড়ি! জানুন কীভাবে

Published By: Ritwik | Published On:

গাড়ি কেনার স্বপ্ন প্রায় সবারই থাকে কিন্তু গাড়ির যা দাম তাতে বহু মানুষ পিছু হঠতে বাধ্য হন। মারুতি সুজুকির গাড়িগুলোর দাম কম হলেও অনেকের সাধ্যের বাইরেই পড়ে সেগুলো। কিন্তু এমন পরিস্থিতিতে আজ আমরা আপনাদের জন্য দারুণ একটি অফার নিয়ে হাজির হয়েছি। আপনাদে গাড়ি কেনার স্বপ্ন স্বার্থক করতেই আজকের প্রতিবেদন। Alto 800 নিয়ে যান বাইকের দামেই। কীভাবে? চলুন জানাচ্ছি।বাইকের দামে কিনুন Maruti-র এই ধাসু গাড়ি, কিন্তু কিভাবে? জেনে নিন ডিটেলস

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আজ আমরা মারুতি সুজুকির Alto 800 গাড়িটির কথা বলছি। মানুষের মধ্যে বেশ জনপ্রিয় সেটি। গাড়িটির দাম বেশ কমের দিকেই। আর আজ মডেলটি Discontinue করার পর গাড়িটির দাম আরও কমে গিয়েছে। এখানে উল্লেখ্য গাড়ির দাম কম হওয়ার সাথে সাথে সেটির মেইনটেনেন্সের খরচও বেশ কম। তবে গাড়িটি কিন্তু আপনাকে সেকেন্ড হ্যান্ড ভার্সনেই কিনতে হবে। এরকম তিনটি অফার রয়েছে। নিচে দেখে নিন সেগুলো।

বাইকের দামে কিনুন Maruti-র এই ধাসু গাড়ি, কিন্তু কিভাবে? জেনে নিন ডিটেলস

1) Alto গাড়িটির 2010 মডেলটি কিনতে পারেন Olx থেকে। সেটির দাম রয়েছে 80,000 টাকা। দিল্লিতে গাড়িটির রেজিস্ট্রেশন থাকলেও অন্যান্য রাজ্যে স্থানান্তর করে দেওয়া সম্ভব হবে। যদিও গাড়িটি কিনতে আপনাকে কোনো অফার বা প্ল্যান করতে হবেনা। তবে

2) দ্বিতীয়ত Maruti Alto 800-এর আরো একটি ডিল রয়েছে CARTRADE ওয়েবসাইটে। সেটির দাম রয়েছে 1.25 লক্ষ টাকা। CNG কিট সমেত আসে। উল্লেখ্য, এই গাড়িটিও দিল্লি থেকেই আসে।বাইকের দামে কিনুন Maruti-র এই ধাসু গাড়ি, কিন্তু কিভাবে? জেনে নিন ডিটেলস

3) Maruti Suzuki Alto 800-এর সেকেন্ড হ্যান্ড মডেলের আরেকটি সস্তা ডিল QUIKR ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে। গুরুগ্রাম রেজিস্ট্রেশন সহ অল্টোর 2024 মডেল রয়েছে, 2 লক্ষ টাকার বিনিময়ে। সিএনজি কিট, এমপ্লিফায়ার এবং বেস টিউব লাগানোই রয়েছে এই গাড়িতে।

About Author