TRENDS
Advertisement

Creta-কে বলুন টাটা বাই বাই! লাক্সারি লুক ও দমদার ফিচার্স নিয়ে বাজারে আসছে Tata-র এই ধাসু গাড়ি

বাজারে হইচই ফেলে দিয়েছে Tata-র এই আসন্ন গাড়ি, দেখুন লেটেস্ট আপডেট

Published By: Ritwik | Published On:

Tata Blackbird SUV: SUV সেগমেন্ট নিয়ে বিভিন্ন কোম্পানি অনেক বেশী সক্রিয়। বিগত সময়ে সেডানের বিক্রী বাড়লেও সেই বাজারে বড় পতন এসেছে। মানুষ এখন SUV গাড়িতেই বেশী সাবলীল। মার্কেটের ট্রেন্ড বুঝে বহু কোম্পানিই SUV সেগমেন্টে একাধিক গাড়ি নিয়ে হাজির। লাক্সারি বিলাসবহুল আরাম সহ আগ্রাসী লুক এবং ধামাকাদার ফিচারসের কারণে পরিপুষ্ট হয়ে উঠেছে SUV মার্কেট। আর তার মধ্যেই টাটা মোটরসের নতুন গাড়ির খবর সামনে এসেছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

টাটা মোটরসের আসন্ন গাড়িটির নাম হতে চলেছে টাটা ব্ল্যাকবার্ড (Tata Blackbird)। খবর অনুযায়ীই Blackbird গাড়িটি কুপ স্টাইলের সাথে আসতে চলেছে। তরুণ প্রজন্মকে টার্গেট করে গাড়িটির ডিজাইন করা হয়েছে। Tata Blackbird গাড়িটি এমনই দেখতে যা, আপনার চরিত্রের সাথে মানানসই হয়ে উঠবে। তবে শুধু লুক নয়, শক্তিশালী ফিচারসও থাকবে সেখানে। Creta-কে বলুন টাটা বাই বাই! লাক্সারি লুক ও দমদার ফিচার্স নিয়ে বাজারে আসছে Tata-র এই ধাসু গাড়ি

নতুন গাড়িটি তৈরি করা হয়েছে Harrier এবং Nexon প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে। যদিও গাড়িটিতে Nexon এর থেকে অধিক শক্তিশালী ফিচারস থাকবে। এছাড়া সেখানে ব্ল্যাকবার্ডে 1.5 লিটারের 4 সিলিন্ডার ইঞ্জিন থাকবে। মাহিন্দ্রা থার গাড়িটিতে যেরকম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে অনেকটা সেরকমই শক্তিশালী ইঞ্জিন থাকবে এই গাড়িতেও। যদিও সেই নিয়ে এক্ষুনি কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

কালো থিমের সাথে আকর্ষণীয় লুক থাকবে এখানে। এছাড়া 8.8-ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো, উভয়ের সমর্থনের সাথেই আসে। ওয়্যারলেস চার্জার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, প্যানোরামিক সানরুফ সমেত একগুচ্ছ ফিচারস দেখতে পাবেন সেখানে। ফিচার প্যাকড গাড়িটি হুন্ডাই ক্রেটা সহ একাধিক SUV এর সাথে টক্কর নেবে বাজারে। Creta-কে বলুন টাটা বাই বাই! লাক্সারি লুক ও দমদার ফিচার্স নিয়ে বাজারে আসছে Tata-র এই ধাসু গাড়ি

নতুন টাটা ব্ল্যাকবার্ডের দাম এবং লঞ্চ সম্পর্কে এখনো সেভাবে কিছুই জানা যায়নি, কিন্তু আগামী বছরের শেষের দিকে গাড়িটি আসতে পারে বলেই খবর। বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, গাড়িটির দাম শুরু হতে পারে 8 লক্ষ টাকা থেকে। তবে একদম সঠিক দাম জানার জন্য এখনো কিছু সময় অপেক্ষা করতে হবে।

About Author