TRENDS
Advertisement

বৈদ্যুতিক গাড়ির মার্কেটে তুলকালাম করতে আসছে Tata-র একগুচ্ছ SUV, দেখুন লেটেস্ট আপডেট

টাটাদের একগুচ্ছ নতুন EV বাজিমাৎ দেবে বাকিদের, দেখুন লেটেস্ট আপডেট

Published By: Ritwik | Published On:

বর্তমানে টাটা মোটরস একগুচ্ছ বৈদ্যুতিক গাড়ি নিয়ে এসেছে বাজারে। Tiago EV, Tigor EV এবং Nexon EV এর মতো মডেল বাজারে ব্যপক আলোড়ন ফেলেছে। এককথায় তারা EV সেগমেন্টে রাজ চালাচ্ছে। বৈদ্যুতিক গাড়ির পিছনে তাদের বিনিয়োগের পরিমাণের অংকও বেশ বড়। আর লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী বছরের শুরুর দিকে 4টি নতুন EV নিয়ে আসছে টাটা মোটরস। বৈদ্যুতিক গাড়ির মার্কেটে তুলকালাম করতে আসছে Tata-র একগুচ্ছ SUV, দেখুন লেটেস্ট আপডেট

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

টাটা মোটরসের প্ল্যান অনুযায়ী আগামী বছরের শুরুর দিকেই নেক্সন ইভি ফেসলিফ্ট, পাঞ্চ ইভি, হ্যারিয়ার ইভি এবং কার্ভ ইভি নিয়ে আসতে চলেছে বাজারে। আর এই 4টি নতুন বৈদ্যুতিক গাড়ির মধ্যে টাটা নেক্সন ফেসলিফট ভার্সন চলতি বছরের শেষের দিকে লঞ্চ হবে। সূত্র মারফৎ খবর, সেপ্টেম্বর মাসেই আসতে পারে নতুন গাড়িটি। এরপর Harrier, Punch এবং Curvv আসবে।

শেয়ারহোল্ডারদের আশ্বস্ত করে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন জানান যে, “আমাদের কাছে নতুন আপগ্রেডেড নেক্সন রয়েছে, সেটি চলতি বছরেই কোনো এক সময় লঞ্চ করা হবে৷ তারপর আমরা হ্যারিয়ার, পাঞ্চ এবং শেষ কার্ভভ গাড়িটি লঞ্চ করব, আগামী বছরের শুরুর দিকে।” ফলে বোঝাই যাচ্ছে আসন্ন সময়ে বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের আরো বড় এবং শক্তিশালী প্রতিযোগী প্রমাণ করতে চাইছে তারা। বৈদ্যুতিক গাড়ির মার্কেটে তুলকালাম করতে আসছে Tata-র একগুচ্ছ SUV, দেখুন লেটেস্ট আপডেট

ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজার যেহারে বেড়ে চলেছে তাতে আসন্ন সময়ে জোর টক্কর চলবে বিভিন্ন সংস্থার মধ্যে। আর যেহেতু টাটা মোটরসের কাছে বিপুল সম্ভার থাকবে শক্তিশালী EV এর, তাই সেক্ষেত্রে তারা এগিয়ে থাকবে প্রতিযোগিতায়। প্রসঙ্গত উল্লেখ্য, টাটা মোটরস শুধু ভারতেই থেকে নেই ত্রা 4 বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করতে চলেছে UK এর অন্দরে। সেখানেও নিজেদের গাড়ি বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যাটারি নির্মাণের কারখানা খুলতে চলেছে টাটা মোটরস।

About Author