TRENDS
Advertisement

23 আগস্ট আসছে TVS-র এই ধাসু ইলেক্ট্রিক স্কুটার, পাত্তা পাবেনা Ola, Ather

Ntorq এর বৈদ্যুতিক ভার্সন লঞ্চ করতে চলেছে TVS, কেমন হবে সেটি? দেখে নিন এখানে

Published By: Ritwik | Published On:

TVS মোটরস খুব শীঘ্রই বাজারে নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে। TVS এর Creon মডেলের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে নতুন ই-স্কুটার। সম্প্রতি সেই নিয়ে বড়সড় টিজার প্রকাশ করেছে তারা। সেখানে থাকবে ভার্টিকাল হেডলাইট সহ একাধিক নতুন ফিচার। আগামী 23 আগস্ট গাড়িটি লঞ্চ করবে তারা। চলুন এই নিয়ে জানাচ্ছি আপনাদের। 23 আগস্ট আসছে TVS-র এই ধাসু ইলেক্ট্রিক স্কুটার, পাত্তা পাবেনা Ola, Ather

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Creon ই-স্কুটারকে আজ নয়, দেখা যায় গত 2018 সালে। তখনই এই স্কুটার সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ন তথ্য জানা যায়। তবে Creon তখন কেবল একটি কনসেপ্ট গাড়ি হিসেবেই নিয়ে আসে TVS। আর এবার সেই স্কুটারের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে জনপ্রিয় Ntorq 125 এর ইলেক্ট্রিক ভার্সন। নতুন এই স্কুটারের নাম রাখা হতে পারে E-ntorq। 23 আগস্ট আসছে TVS-র এই ধাসু ইলেক্ট্রিক স্কুটার, পাত্তা পাবেনা Ola, Ather

টিভিএসের নতুন ইলেকট্রিক স্কুটারের প্রথম দর্শন পাওয়া যায় 1 মাস আগে। সেখানে ভার্টিকাল হেডলাইট সহ গাড়িটি লঞ্চ করে সংস্থা। এখানে উল্লেখ্য যে, Creon ইলেকট্রিক স্কুটারেও বেশ স্পোর্টি ডিজাইন ল্যাঙ্গুয়েজ রাখা হয়। সেখানে রয়েছে একজোড়া স্পার বিম ফ্রেম। যা কিনা Ntorq 125 এর সাথে বেশ মিল পাওয়া যায়। 23 আগস্ট আসছে TVS-র এই ধাসু ইলেক্ট্রিক স্কুটার, পাত্তা পাবেনা Ola, Ather

গাড়িকে শক্তি দেওয়ার জন্য সেখানে থাকছে 11.76kW মোটর, যা স্কুটারটিকে শুন্য থেকে 60kmph গতিতে পৌঁছে দেয় অতি দ্রুত। উল্লেখ্য যে, TVS iQube এর সমস্ত ফিচারস থাকতে পারে E-ntorq গাড়িটিতে। TVS এর নতুন গাড়িটি টক্কর দেবে Ather 450X এবং Ola S1 Pro ইত্যাদি মডেলের সাথে। এখন দেখার আগামী 23 আগস্ট কি লঞ্চ করতে চলেছে TVS মোটরস।

About Author