বৈদ্যুতিক গাড়ির বাজারে টাটা মোটরসের থেকে কিছুটা পিছিয়েই মাহিন্দ্রা। এখনো সেভাবে বড় আকারে বৈদ্যুতিক পণ্য লঞ্চ করতে পারেনি সংস্থাটি। কিন্তু এবার কানাঘুষোঁয় শোনা যাচ্ছে যে, জনপ্রিয় থার গাড়িটির বৈদ্যুতিক ভার্সন লঞ্চ করতে চলেছে মাহিন্দ্রা। তাই নিয়ে বেশ উত্তেজনা তৈরী হয়েছে।
আগামী ১৫ আগস্ট দক্ষিণ আফ্রিকাতে মাহিন্দ্রা একটি জমকালো ইভেন্টের আয়োজন করতে চলেছে। থার নিয়ে জল্পনা কল্পনার মধ্যেই কোম্পানি তার সোশ্যাল মিডিয়াতে আসন্ন পিক-আপ ট্রাকের একটি ছোট্ট টিজার প্রকাশ করেছে। জানা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বাজারে আসন্ন ইভেন্টে মহীন্দ্রা বড় চমক দেবে। পিক আপ ট্রাকের পাশাপাশি থারের বৈদ্যুতিক অবতারও লঞ্চ হতে পারে।
সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, নতুন থার ইলেকট্রিক গাড়িটি হাইব্রিড অপশনের সাথে আসবে। অর্থাৎ আগামীতে বৈদ্যুতিক গাড়ির সাথে 2.0-লিটারের পেট্রোল এবং ডিজেল, উভয় ইঞ্জিন বিকল্পের সাথেই আসবে বাজারে। তবে দাম অথবা পাওয়ারট্রেন কনফিগারেশন সম্পর্কে কিছুই জানা যায়নি। মাহিন্দ্রা তাদের অভ্যন্তরীণভাবে কোডনেম Z121 নামে প্রজেক্ট চালাচ্ছে এই নিয়ে। Thar.e নামক প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে গাড়িটি।
যদিও এখনো গাড়িটি সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি, কিন্তু বাজারে গুজব যে, থারে যে আউটপুট পাওয়া যায় মোটামুটি তাই মিলবে। শক্তিশালী 203 bhp ক্ষমতার সাথে 370 Nm টর্ক তৈরি করতে সক্ষম এই নতুন থার। পাওয়ারট্রেন সম্পর্কে নিশ্চিৎ কিছু জানা যায়নি বটে, কিন্তু থার ইলেক্ট্রিক গাড়িটিতে যে বেশ আকর্ষণীয় ডিজাইন থাকতে চলেছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই।
সোস্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছে মাহিন্দ্রা। সেখানে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা, “বৈদ্যুতিক অবতারে লেজেন্ডের পুনর্জন্ম। ভবিষ্যতে স্বাগত আপনাদের।” এছাড়া দক্ষিণ আফ্রিকাতে আয়োজিত ইভেন্টের নাম দেওয়া হয়েছে ‘Futurescape’। বাকি তথ্য জানার জন্য এখনো কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
A legend reborn, with an electric vision. Welcome to the future.
📌Cape Town, South Africa
🗓️15th August, 2023#Futurescape #GoGlobal pic.twitter.com/2ixVvmbOL9— Mahindra Automotive (@Mahindra_Auto) August 5, 2023
বিদ্যমান মাহিন্দ্রা থার লাইনআপ ইতিমধ্যেই 2WD এবং 4X4 ড্রাইভ উভয় ভার্সনের সাথেই আসে। সেখানে ইলেকট্রনিক ব্রেক লকিং ডিফারেনশিয়াল, রোল-ওভার মিটিগেশন সহ ESP, হিল হোল্ড এবং হিল ডিসেন্ট কন্ট্রোল, গাড়ির অফ-রোডিং ক্ষমতাকে বাকি গাড়ির থেকে অনেকখানি বাড়িয়ে দেয়। যদিও থারের বৈদ্যুতিক ভার্সন আসছে কিনা, অথবা সেখানে কী কী বৈশিষ্ট্য থাকছে তা জানার জন্য এখনো কিছু সময় অপেক্ষা করতে হবে।