ভারতীয় যাত্রীরা অনেকেই স্কুটারকে তাদের প্রিয় বাহন হিসেবে বেছে নিয়েছেন। আর বাজারে চাহিদা বাড়তে দেখে দুর্দান্ত কিছু স্কুটার লঞ্চ করেছে বেশ কয়েকটি কোম্পানি। তবে যারা নতুন স্কুটার কিনতে চাইছেন (জ্বালানি চালিত স্কুটার) তাদের জন্য কোনগুলো সেরা? নীচে কিছু স্কুটার সম্পর্কে জানানো হল যেগুলো দামে কম এবং মানে সেরা। এগুলোই ভারতীয় বাজারে বেস্ট স্কুটার।
1) Honda Activa 6G : স্কুটারের বাজারে নিজেদের রাজ কায়েম করেছে Activa। বহুবছর ধরেই ভারতের বাজারে সার্ভিস দিয়ে আসছে স্কুটারটি। হোন্ডা গাড়িটি তার রিহাইনড হাই কোয়ালিটির ইঞ্জিন, আরামদায়ক আসন, উন্নত ডিজাইনের সাথে ভালো মাইলেজ দেয়। দাম এবং মানের কারণে Honda Activa 6G হল ভারতের বেস্ট স্কুটার।
2) TVS Jupiter : Activa এবং Jupiter এর মধ্যে তুল্যমূল্য লড়াই চলতে থাকে দেশের বাজারে। এই গাড়িটিও হোন্ডা অ্যাক্টিভার মতোই ফুয়েল এফিসিয়েন্ট ইঞ্জিন, বড় স্টোরেজ স্পেস সহ একগুচ্ছ ফিচারসের সাথে আসে। দাম এবং স্কুটারের উন্নত বৈশিষ্ট্যর কারণেই Jupiter আজ ভারতের অন্যতম বেস্ট সেলিং স্কুটার।
3) Suzuki Acces 125 : কয়েকদিন আগেই Suzuki Access ভারতের বাজারে বিক্রির নতুন রেকর্ড বানিয়েছে। সেখানে সাশ্রয়ী মূল্যেই আপনি তিনটি গুরুত্বপূর্ন বস্তুর মেলবন্ধন পাবেন। এগুলো হলো, শক্তি (Power), শৈলী (Design) এবং আরাম (Comfort)। শক্তিশালী ইঞ্জিন আপনার যাত্রাকে সুখকর করে তোলে।
4) Yamaha Fascino 125 : Yamaha Fascino তে রয়েছে রেট্রো ডিজাইন। ব্লু কোর ইঞ্জিনের সাথে আরামদায়ক রাইড, জ্বালানি দক্ষতা এবং বড় স্টোরেজ রয়েছে Fascino তে। আর এই কারণে Fascino রয়েছে শীর্ষ 5 স্কুটারের তালিকায়।
5) Hero Maestro Edge 125 : Maestro Edge 125 এ শক্তিশালী ইঞ্জিন দিয়েছে হিরো। আর সেই কারণে গাড়িটির দুর্দান্ত পারফর্ম করার সাথে সাথে মাইলেজও বেশ ভালো দেয়। গাড়িটির ডিজাইন আপনাকে অভিভূত করতে বাধ্য।
6) TVS Ntorq 125 : স্পোর্টস বাইকের ক্যাটাগরিতে TVS Apache বেস্ট সেলিং বাইক। ঠিক সেভাবেই স্পোর্টস স্কুটারের তালিকায় সেরা পারফর্মার TVS Ntorq। হাই ক্লাস পারফরম্যান্স এবং আধুনিকতার মেলবন্ধন রয়েছে স্কুটারে।
7) Honda Dio : 125 সিসি সেগমেন্টে Activa সেরা হলে 110 সিসিতে Dio ছিল সর্বাগ্রে। যদিও বর্তমানে ডিও গাড়িটির 125 সিসি ভার্সন বাজারে এসেছে। বেশ হাল্কা ওজনের আকর্ষণীয় স্কুটার তরুণ তরুণীদের মধ্যে ভারী জনপ্রিয়।
8) Hero Pleasure Plus : Hero Motocorp এর আরো একটি স্কুটার রয়েছে বেস্ট সেলিং এর তালিকায়। আর সেটি হলো Pleasure Plus। দৈনন্দিন ব্যবহারের জন্য Pleasure স্কুটারের জুড়ি নেই।
9) Yamaha Ray ZR 125 : Yamaha এর গাড়ি মানে সেখানে পারফরম্যান্স নিয়ে ভাবতে হবেনা। সেরকমই একটি স্কুটার এই Ray ZR। শক্তিশালী ইঞ্জিন ছাড়াও নজরকাড়া স্পোর্টি এবং স্টাইলিশ ডিজাইনের কারনে বাজারে শীর্ষ 10 বেস্ট সেলিং স্কুটার এটি।
10) Suzuki Burgman Street 125 : সুজুকির বার্গম্যান স্কুটারটি ম্যাক্সি স্টাইলের সর্বোৎকৃষ্ট উদাহারণ। রাস্তায় যাওযার সময় নিজের দিকে সমস্ত আকর্ষণ টেনে নেয় বার্গম্যান। ডিজাইন থেকে পাওয়ার, দারুন আরাম থেকে স্মুথ রাইডিং এক্সপেরিয়েন্স , সবই মজুদ এখানে।