TRENDS
Advertisement

মাত্র 26 হাজার টাকায় বাড়ি আনুন দুর্দান্ত মাইলেজের Bajaj Platina, এই অফার হাতছাড়া করবেন না

26,000 টাকায় নিয়ে যান বাজাজের এই দুর্দান্ত বাইক, দারুণ অফার চলছে বাইকটির ওপর

Published By: Ritwik | Published On:

বাইকের বাজার ক্রমবর্ধমান। তাই একগুচ্ছ গাড়ি ভারতের বাজারে লঞ্চ হয়। মধ্যবিত্ত এবং নিত্যকার অফিস যাত্রীদের জন্য খুব বেশি গাড়ি ভারতের বাজারে নেই। কিন্তু আজ আমরা বাজাজের এমন একটি গাড়ির কথা বলছি যা আপনার পকেটের জন্য বেশ স্বাস্থ্যকর। জ্বালানি তেলের দাম নিয়েও আর চিন্তা করতে হবেনা বাজাজের প্ল্যাটিনা কিনলে। মাত্র 26 হাজার টাকায় বাড়ি আনুন দুর্দান্ত মাইলেজের Bajaj Platina, এই অফার হাতছাড়া করবেন না

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

যেভাবে তেলের দাম বেড়েছে এবং সেইসাথে গাড়ির মাইলেজের অবস্থা দেখে ধীরে ধীরে পেট্রোল চালিত গাড়ির ওপর আস্থা হারাচ্ছেন অনেকে, কিন্তু আর নয়। এবার বাজাজ প্লাটিনা আপনাকে একগুচ্ছ সুবিধা দেবে। মাইলেজ থেকে গতি, দূর যাত্রার জন্য আরামদায়ক আসন অথবা স্লীক ডিজাইন, সবই উপস্থিত এই বাইকে। মাত্র 26 হাজার টাকায় বাড়ি আনুন দুর্দান্ত মাইলেজের Bajaj Platina, এই অফার হাতছাড়া করবেন না

Bajaj Platina 100 দেশের অন্যতম জ্বালানি সাশ্রয়ী বাইক। ৭৫ থেকে ৯০ কিলোমিটার মাইলেজ দিতে পারে গাড়িটি। আর সেই অনুযায়ী প্লাটিনার মাত্র ১ কিমি গাড়ি চালাতে আপনাকে মাত্র ১ টাকা ৩৩ পয়সা খরচ করতে হবে। এবার যদি আপনার অফিস ১০ কিমি দূরে হয় এবং আপনি মাসে ২৫ দিন অফিস গিয়ে থাকেন থাকলে যাওয়ার জন্য মোট খরচ হবে মাত্র ৩০০ টাকা! মাত্র 26 হাজার টাকায় বাড়ি আনুন দুর্দান্ত মাইলেজের Bajaj Platina, এই অফার হাতছাড়া করবেন না

প্লাটিনা গাড়িতে ১০২ সিসির DTS-i ইঞ্জিন রয়েছে। সেটি মোট ৭.৯ Bhp শক্তি এবং ৮.৩ Nm টর্ক জেনারেট করতে সক্ষম। ৪-গতির গিয়ারবক্সের সাথে সংযুক্ত রয়েছে। এছাড়া সেখানে এটি ১১লিটারের একটি জ্বালানী ট্যাঙ্কও রয়েছে। বাজারে গাড়িটির Ex-Showroom দাম রয়েছে 70,400 টাকা। কিন্তু জানিয়ে দিই যে, অনলাইন ওয়েবসাইট Cars24 এ বাইকটি কিনলে আপনার খরচ হবে মাত্র 26,000 টাকা! মাথায় রাখবেন এই অফার সীমিত সময়ের জন্যই উপলব্ধ।

About Author