TRENDS
Advertisement

পাত্তা পাবেনা মারুতি! 73,000 টাকা ছাড়ের ঘোষনা Honda-র, এই অফার মিস করলে পস্তাবেন

Honda City এবং Amaze কিনে আনুন নামমাত্র মূল্যে, ব্যাপক ছাড়ের ঘোষনা Honda-র

Published By: Ritwik | Published On:

Honda Motors এর দুই চাকার গাড়িগুলো বাজারে ছেয়ে গেলেও চার চাকার বাজারে তাদের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। এক সময় দারুণ জনপ্রিয় থাকলেও ভারতীয় বাজারকে গুরুত্ব না দেওয়ার কারণে প্রায় অবলুপ্ত হতে বসে হোন্ডার গাড়িগুলো। সাবেকি Amaze এবং City গাড়িদুটির বিক্রিও তলানিতে। এমতাবস্থায় নতুন SUV লঞ্চ ছাড়াও ব্যপক ছাড়ের ঘোষণা করেছে Honda।পাত্তা পাবেনা মারুতি! 73,000 টাকা ছাড়ের ঘোষনা Honda-র, এই অফার মিস করলে পস্তাবেন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

কিছুদিন আগেই বাজারে আসে হোন্ডার নতুন Elevate গাড়িটি। কিন্তু সেখানেই থেমে নেই তারা, জানা যাচ্ছে পাইপলাইনে এখনো বেশ কিছু গাড়ি রয়েছে তাদের। কিন্তু তার আগে হারানো বাজার ফিরে পেতে বেশ বড় আকারের অফার নিয়ে হাজির তারা। এক্কেবারে 73,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Honda।

আপাতত Honda-র জনপ্রিয় হোন্ডা সিটি সেডানে ছাড়ের অংক বেশি। Amaze গাড়িতে ছাড় দেওয়া হলেও তুলনামূলকভাবে ছাড়ের অংক কিছুটা কম। কিন্তু কোন গাড়িতে কত ছাড় পাবেন তাও দেখে নেওয়া যাক।

পাত্তা পাবেনা মারুতি! 73,000 টাকা ছাড়ের ঘোষনা Honda-র, এই অফার মিস করলে পস্তাবেন

বর্তমানে Honda City এর দাম শুরু হচ্ছে Rs. 11.57 লক্ষ থেকে 18.89 লক্ষ টাকা (Ex Showroom price) পর্যন্ত। অন্যদিকে Honda Amaze মাত্র 7.05 লাখ (Ex Showroom price) দিয়েই কিনে নিতে পারবেন। Honda City তে 73,000 টাকার ছাড় পেয়ে যাচ্ছেন আপনি। গাড়িটির পেট্রোল ভেরিয়েন্টে এই ছাড় পাওয়া যাবে। 73,000 টাকার মধ্যে সরাসরি 10,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট সহ লয়ালটি বোনাস বাবদ 5,000 টাকা, এক্সচেঞ্জ বোনাস বাবদ 10,000 টাকা এবং কর্পোরেট ডিসকাউন্ট 28,000 টাকা ছাড় পাওয়া যাবে।পাত্তা পাবেনা মারুতি! 73,000 টাকা ছাড়ের ঘোষনা Honda-র, এই অফার মিস করলে পস্তাবেন

ওপরোক্ত সব মিলিয়ে মোট 53 হাজার টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। এর সাথে যোগ হবে হন্ডা টু হন্ডা 20,000 টাকার ডিসকাউন্ট। সবমিলিয়ে আপনি মোট 73,000 টাকা ছাড় পাবেন। মাথায় রাখবেন এই সমস্ত ছাড় কেবলমাত্র হোন্ডা সিটি গাড়িটির জন্যই প্রযোজ্য। Honda Amaze এও ছাড় রয়েছে তবে সেই অংক খানিকটা কম, বা বলা ভালো আকর্ষণীয় কিছু নয় তা।পাত্তা পাবেনা মারুতি! 73,000 টাকা ছাড়ের ঘোষনা Honda-র, এই অফার মিস করলে পস্তাবেন

পেট্রোল ভেরিয়েন্টে বিপুল ছাড় দিলেও সিটির হাইব্রিড ভেরিয়েন্টে শুধুমাত্র 40,000 টাকার ক্যাশ ডিসকাউন্টই পাবেন আপনি। Amaze এ মাত্র 10 হাজার টাকার ক্যাশ ডিস্কাউন্ট, 6000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট এবং অ্যাড অনের ওপর 12,296 টাকার ছাড় অথবা 10,000 টাকার নগদ ছাড়। উল্লেখ্য এক্ষেত্রে 5000 টাকার লয়ালিটি বোনাসও পাবেন আপনি।

About Author