
ব্যাকগ্রাউন্ড থেকে ভেসে আসছে শাহরুখের ছবির গান। আর সেই গানের তালে হ্যান্ডেল ছেড়ে বাইক ওড়াচ্ছেন এক তরুণী। হ্যাঁ, তিনি যেভাবে বাইকের চাকা যেভাবে রাস্তায় গড়াচ্ছেন সেটাকে ওড়ানোই বলে। কাশ্মিরী তরুণীর এই বাইক স্টান্টের ভিডিও ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে ২১ সেকেন্ডের এই ভিডিওটিতে।
প্রসঙ্গত উল্লেখ্য, রয়্যাল এনফিল্ড নামটার মধ্যেই রয়েছে এক অদ্ভুত আভিজাত্য। এই বাইক নিয়ে মানুষের শখের ফ্যান্টাসির শেষ নেই। রয়্যাল এনফিল্ড চালিয়ে লাদাখের রাস্তায় ঘোরা তো অনেকের কাছেই স্বপ্ন। ভাবুন নিজের কেনা রয়্যাল এনফিল্ড বাইকে চড়ে আপনি পাহাড়ের কোল বেয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর আপনার দেখা সেই স্বপ্নটাকেই বাস্তবায়িত করল এই কাশ্মিরী তরুণী।
Is Law only for boys? @SSPTFCSGR @KashmirPolice @RTOKashmir young girl on bike perform staunts. pic.twitter.com/YnPMoilVkB
— Peerzada Waseem (@Waseemjourno) August 3, 2023
যদিও এই কেরামতি করতে গিয়ে ভালোই মাশুল চোকাতে হয়েছে তাকে। ২১ সেকেন্ডের এই ভাইরাল ভিডিওটিতে দেখলে ভিরমি খাবেন আপনিও। সম্প্রতি নুসরাত ফারিয়া নামে একজন এই ভিডিওটি পোস্ট করেছেন। ইতিমধ্যেই প্রায় ৬ লাখ মানুষ এই ভিডিওটি দেখেছেন। প্রায় ১৭.৯ হাজার মানুষ ভিডিওটিতে রিয়েকশন দিয়েছেন।
ভিডিওটি যিনি পোস্ট করেছেন তিনি ক্যাপশনে লিখেছেন “আজ আমি গর্ব করে বলছি যে আমার কাশ্মীর শুধু পুরুষদের জন্যই নয়, আমাদের জন্যও অনেক বদলেছে। 370 এবং 35A সরানোর আগে এটি সম্ভব ছিল না। ধন্যবাদ ভারত সরকার”। উল্লেখ্য, ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ড থেকে যে গানটি ভেসে আসছে তা হল, শাহরুখ খানের ‘Kaisa Sharmana Aaja Nach Ke Dikha De’।
Hello @zoo_bear fact check it .
Peace and freedom to the girls in Jammu Kashmir after the abrogation of 370 and 35A.
Watch and retweet it . pic.twitter.com/Fkn0ekLpf8
— Aquib Mir (@aquibmir71) August 4, 2023
গানটির তালে তালে হ্যান্ডেল ছেড়ে খুব দ্রুত গতিতে বাইক রাইড উপভোগ করছে মেয়েটি। তবে বুলেটের গতি এতটাই বেশি ছিল যে জম্মু ও কাশ্মীরের ট্রাফিক পুলিশ তৎক্ষণাৎ অ্যাকশন নেয়। ভিডিওটি ভাইরাল হতেই তার বাইকটি আটক করে পুলিশ। উল্লেখ্য, এই কাশ্মিরী তরুণী কিন্তু যে সে নয়। তিনি হলেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সালিকা মালিক। সোশ্যাল মিডিয়ায় লক্ষাধিক ফ্যান ফলোয়িং রয়েছে তার।