Read In
Whatsapp
Celeb's CollectionViral Scoop

রেঞ্জ রোভার ডিফেন্ডারে চড়ে ঘুরে বেড়াচ্ছেন বাবা রামদেব! এই গাড়ির দাম শুনেই ভিরমি খাবেন

বিখ্যাত যোগ গুরু রামদেব বাবার গাড়ির শখের খবর ছড়িয়েছে। নিজের যাতায়াতের জন্য সম্প্রতি তিনি ল্যান্ড রোভারের বিখ্যাত গাড়ি ডিফেন্ডার 130 কিনেছেন। লাল রঙের ল্যান্ড রোভার ডিফেন্ডারে চড়ে বেড়াতে দেখা গিয়েছে তাকে। আর সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বিলাসবহুল গাড়িটির সাথে যোগগুরুর ছবি ভিডিও দেখা যাচ্ছে সর্বত্র।

শোরুম থেকে সোজা রামদেব বাবার বাড়িতে গিয়ে পৌঁছেছে গাড়িটি। কারণ গাড়িতে কোনো রেজিস্ট্রেশন প্লেট দেখা যায়নি। চলতি বছরের শুরুতেই গাড়িটি লঞ্চ হয়। গাড়িটির দাম শুরু হয় 1.3 কোটি টাকা (Ex-Showroom) থেকে 1.41 কোটি টাকা (Ex-showroom) পর্যন্ত। Defender 130 বিলাসবহূল এবং শক্তির এক অদ্ভূত মিশ্রণ। গাড়িটি বিভিন্ন ভ্যারিয়েন্টে আসে মার্কেটে তাই এখনই বলা যাচ্ছে রামদেব বাবা কোনটি কিনেছেন।

নতুন এই ক্যারিশম্যাটিক SUVটি অত্যাধুনিক বৈশিষ্ট্যের সাথে আসে যেখানে রয়েছে ইন্টিগ্রেটেড LED ডে টাইম রানিং লাইট দিয়ে সজ্জিত স্ট্রাইকিং সিঙ্গেল-পড LED হেডল্যাম্প, প্যানোরামিক সানরুফ, 20-ইঞ্চি অ্যালয় হুইল ইত্যাদি। তারফলে গাড়িটি আরো চিত্তাকর্ষক হয়ে ওঠে। পিছনের অত্যাধুনিক স্মোকড টেইল ল্যাম্প গাড়িটির লুকের সাথে যোগ্য সঙ্গত দেয়।

গাড়িটির মধ্যে রয়েছে 11.4-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। সেখানে Apple CarPlay এবং Android Auto এর সাপোর্ট, 4-জোন Air Conditioning, Heating, Cooling, Memory Function সহ বেশ কিছু সুবিধা দেয়। Defender SUV গাড়িটি দুর্দান্ত শক্তির সাথে আরামদায়ক অভিজ্ঞতাও দেয়। ডিফেন্ডার 130 পাওয়ার-প্যাকড গাড়িটি 3.0-লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে আসে যা 394bhp শক্তি এবং 550 Nm টর্ক জেনারেট করতে সক্ষম।

Defender এর ডিজেল ভার্সনেও 3.0-লিটার ইঞ্জিন রয়েছে যা 296bhp শক্তি এবং 600 Nm টর্ক উৎপন্ন করে। উভয় ভেরিয়েন্টই লো এন্ড হাইব্রিড প্রযুক্তির সাথে ডিপেন্ডেবল ফোর-হুইল-ড্রাইভ সিস্টেমের সাথে আসে। উল্লেখ্য যে, গাড়ি এবং বাইকের প্রতি রামদেব বাবার ভালবাসা বেশ স্পষ্ট। তার ক্যারিশম্যাটিক চরিত্রের সাথে Defender এর লুক একদম যোগ্য সঙ্গত।

Back to top button