TRENDS
Advertisement

পাত্তা পাবেনা অন্য কোনো গাড়ি, বাজারে আসছে মাহিন্দ্রার শক্তিশালী XUV 500! দেখে নিন দাম ও ফিচার্স

Hyundai কে বড়সড় চ্যালেঞ্জ জানাতে পারে মাহিন্দ্রার নতুন গাড়ি। ইতিমধ্যেই বাজারে XUV 300 এবং XUV 700 এর একচ্ছত্র রাজ চলছে। তারইমধ্যে জোর গুঞ্জন যে, আগামী সময়ে XUV 500 গাড়িটিকেও ফিরিয়ে আনছে Mahindra।

Published By: Ritwik | Published On:

Hyundai এর Creta এবং KIA Seltos, দুটি গাড়ি ভারতের বেশ বড় বাজার তৈরি করেছে। দুটি গাড়ি প্রায় একই, বিক্রীর নিরিখে অবশ্য সস্তা Creta। তারমধ্যে খবর আসছে যে, Hyundai কে বড়সড় চ্যালেঞ্জ জানাতে পারে মাহিন্দ্রার নতুন গাড়ি। ইতিমধ্যেই বাজারে XUV 300 এবং XUV 700 এর একচ্ছত্র রাজ চলছে। তারইমধ্যে জোর গুঞ্জন যে, আগামী সময়ে XUV 500 গাড়িটিকেও ফিরিয়ে আনছে Mahindra।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন
পাত্তা পাবেনা অন্য কোনো গাড়ি, বাজারে আসছে মাহিন্দ্রার শক্তিশালী XUV 500! দেখে নিন দাম ও ফিচার্স
source : teambhp

বেশ কিছু সময় আগে হঠাৎ এই মডেলের উৎপাদন বন্ধ করে দেয় Mahindra। কিন্তু এবার বাজারে বেশ বড়সড় পরিবর্তন আসবে, কারণ শীঘ্রই নিজের নতুন অবতারে ফিরছে XUV 500। অফিসিয়ালি কিছু জানা যায়নি বটে, কিন্তু খুবই জলদি এই নিয়ে তথ্য সামনে আসতে পারে। অবশ্য কিছু তথ্য সামনে এসেছে, আর তা সত্যি হলে Hyundai কে শীঘ্রই বাজার গোটাতে হবে এখান থেকে।পাত্তা পাবেনা অন্য কোনো গাড়ি, বাজারে আসছে মাহিন্দ্রার শক্তিশালী XUV 500! দেখে নিন দাম ও ফিচার্স

মাহিন্দ্রার এই কমপ্যাক্ট SUV টি শীঘ্রই বাজারে আসতে পারে। মাহিন্দ্রা S301 কোডনেম দিয়ে গাড়িটি প্রস্তুত করছে। 5 সিটার SUV টি দৈর্ঘ্যে 4.3 মিটার। XUV 300 এর থেকে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হতে পারে এখানে। জানিয়ে দিই যে, XUV300 1.5L ডিজেল, 1.2L টার্বো পেট্রোল এবং 1.2L টার্বো পেট্রোল T-GDi ইঞ্জিনের সাথে আসে। যেগুলো 117bhp, 120bhp এবং 130bhp শক্তি তৈরি করতে সক্ষম।পাত্তা পাবেনা অন্য কোনো গাড়ি, বাজারে আসছে মাহিন্দ্রার শক্তিশালী XUV 500! দেখে নিন দাম ও ফিচার্স

তবে XUV 500 এর ইঞ্জিনটি অতিরিক্ত শক্তি এবং টর্ক জেনারেট করতে সক্ষম হবে। এছাড়া গাড়িতে লেভেল 2 ADAS সিস্টেম, 7টি এয়ারব্যাগ, ইলেক্ট্রিক কন্ট্রোল লড সানরুফ, 8-স্পীকার বোস সাউন্ড সিস্টেম এবং 10.25-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ আসবে। দাম সম্পর্কে এক্ষুনি কিছুই জানা যায়নি , কিন্তু XUV 500 এর এক্স-শোরুম দাম থাকতে পারে 11 থেকে 19 লক্ষ টাকার মধ্যে।

About Author