SUV সেগমেন্টে টাটা মোটরসকে বড় সাফল্য এনে দিয়েছে Tata Nexon। বৈদ্যুতিক, পেট্রোল সহ বিভিন্ন ভেরিয়েন্ট এবং ট্রিম মিলিয়ে মোট 65টি ভ্যারিয়েন্টে বিক্রী হয় গাড়িটি। আর সেগুলোর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 8 লক্ষ টাকা। সবথেকে দামী গাড়িটির দাম রয়েছে 14.60 লক্ষ টাকা। সমস্ত ভেরিয়েন্ট মিলিয়ে দেশের মধ্যে Nexon XZ Plus ম্যানুয়াল গাড়িটির বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। XZ Plus AMT ভেরিয়েন্টও মোটের ওপর ভালই পারফর্ম করেছে।
গাড়িটির বিক্রি হওয়ার পিছনে একটি কারণ যদি গাড়ির লুক হয় তাহলে অন্য কারণ হলো তার আকর্ষণীয় পেশীবহুল চেহারা এবং নিরাপত্তা ব্যবস্থা। 5Star নিরাপত্তার সাথে গাড়িটিকে লঞ্চ করেছে টাটা মোটরস। আর এই গাড়ি আপনার হতে পারে তাও মাত্র 2 লক্ষ টাকার বিনিময়েই! নেক্সন গাড়িটির বেস্ট সেলিং ভেরিয়েন্টটিই কিনতে পারেন ওই দামে। কিন্তু কীভাবে? চলুন জানাচ্ছি।
Tata Nexon-এর বেস্ট সেলিং মডেল Nexon XZ Plus Manual Petrol। গাড়িটির এক্স-শোরুম দাম 10.69 লক্ষ টাকা এবং অন-রোড দাম 12,36,668 টাকা (দিল্লী)। এবার আপনি যদি Nexon XZ Plus-এর জন্য 2 লক্ষ টাকার ডাউন পেমেন্ট সহ ফিনান্সে গাড়িটি কেনেন তাহলে বেশ সস্তায় পেয়ে যাবেন সেটি। 2 লক্ষ টাকা ডাউনপেমেন্ট করায় আপনাকে 10.36 লক্ষ টাকা লোন নিয়ে হচ্ছে। 5 বছরের জন্য ঋণ নিলে মাসিক 21,520 টাকা কিস্তির বিনিময়ে 9% সুদেই গাড়িটি কিনতে পারবেন আপনি।
EMI তে গাড়িটি কিনলে আপনাকে অতিরিক্ত 2.5 লক্ষ টাকা খরচ করতে হবে। আপনি যদি AMT ট্রান্সমিশনের গাড়িটি কিনতে চান তাহলে অন রোড দাম রয়েছে 13.10 লক্ষ টাকা (দিল্লী)। 2 লক্ষ টাকার ডাউন পেমেন্টের সাথে মোট 11.10 লক্ষ টাকা খরচ হবে। 5 বছরের জন্য 9% সুদে মাসিক 23,053 টাকা EMI দিতে হবে। EMI তে নিলে আপনাকে 2.72 লক্ষ টাকা অতিরিক্ত দিতে হচ্ছে।