বাজারে হটকেকের মত বিক্রি হচ্ছে Ola Electric এর বিভিন্ন স্কুটার। S1 দিয়ে শুরু হয় তাদের পোর্টফোলিও, এরপর সেখানে যুক্ত হয়েছে আরো দুটি স্কুটার, S1 pro এবং নতুন S1 Air। S1 এবং S1 Pro বহুদিন বাজারে রয়েছে কিন্তু S1 Air গাড়িটি সদ্যই লঞ্চ হয়েছে। 15 আগস্টের আগে বুক করলে মিলবে ইনস্ট্যান্ট 10 হাজার টাকার ছাড়। এমতাবস্থায় নতুন গ্রাহকরা Confused তারা S1 Pro নেবেন নাকি S1 Air গাড়িটি কিনবেন। কিন্ত চিন্তা নেই, আমরা জানিয়ে দিচ্ছি কোনটি নেবেন আপনি।
S1 Pro এবং S1 Air, দুটি গাড়িই একগুচ্ছ ফিচারসের সাথে আসে। তবে S1 Pro তে অপেক্ষাকৃত বড় 4kWh এর ব্যাটারি প্যাক রয়েছে। অন্যদিকে S1 Air গাড়িটি 3.2 kWh এর ব্যাটারির সাথে আসে। ফলে Pro গাড়িতে মাইলেজ বেশী পাওয়া যায়। আবার তারফলে চার্জিং টাইমও বেশী S1 Pro এর। যেখানে S1 এয়ার 5 ঘন্টার মধ্যেই সম্পূর্ণরূপে চার্জ হয়ে যায় সেখানে Pro গাড়িটির চার্জিং টাইম 6 ঘন্টা 30 মিনিট।
দুটি গাড়িরই টপস্পীড রয়েছে 90kmph। দুটি স্কুটারের চালানোর অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন। S1 Pro তে ওলার নিজস্ব ওয়ান ফ্রন্ট ফর্ক রয়েছে। সেখানে S1 Air এ প্রচলিত টেলিস্কোপিক ফর্ক রয়েছে। আবার প্রো তে রয়েছে Twin Shock Absorber, এয়ারে Mono shock absorber ব্যবহার করা হয়েছে। ব্রেকিং সিস্টেমেও পার্থক্য বিদ্যমান। S1 air গাড়িটিতে উভয় প্রান্তেই ড্রাম ব্রেক থাকলেও Pro ভার্সনে দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক।
S1 Air (108 kg) গাড়িটি Pro গাড়ির থেকে 13 কেজি হালকা। বুট স্পেসও সামান্য ছোট, কিন্তু দুই স্কুটারের ডিজাইনে বিশেষ কিছু পার্থক্য নেই। S1 Pro এবং Air, দুই গাড়িতেই 7-ইঞ্চি টাচস্ক্রিন TFT ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার রয়েছে। এক্ষেত্রেও প্রো গাড়িটি বেশি রেজোলিউশনের সাথে আসে।
ফিচারসের পার্থক্যের কারণে স্কুটার দুটিতে দামেরও বেশ ফারাক রয়েছে। আপাতত Ola S1 Air-এর এক্স-শোরুম দাম 1.10 লক্ষ টাকা। কিন্তু আগামী 15 আগস্টের পর দাম বেড়ে 1.20 লক্ষ টাকা হতে চলেছে। অন্যদিকে Pro ভার্সনের এক্স শোরুম দাম রয়েছে 1.40 লক্ষ টাকা।