TRENDS
Advertisement

Royal Enfield Hunter : মাত্র ১৭০০০ টাকায় পাওয়া যাচ্ছে Hunter! ইউরোপ এবং আমেরিকাতেও চলছে ব্যপক চাহিদা

ভারতে রেকর্ড বিক্রির পর ইউরোপ, আমেরিকায় লাইন লেগেছে এই বাইকটি কেনার জন্য। Royal Enfield এর নতুন বাইকটি নিয়ে উত্তেজনা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এবার 17,000 টাকাতেই পাওয়া যাচ্ছে বাইকটি! কিন্তু কীভাবে?

Published By: Ritwik | Published On:

বেশিদিন হয়নি মার্কেটে এসেছে Hunter 350। আর আসার পর থেকেই ক্লাসিক অথবা বুলেটের মতো এভারগ্রীন বাইককেও পিছনে ফেলেছে Hunter। বিক্রির নিরিখে মাইলস্টোন গড়ার দিকে এগিয়ে গিয়েছে RE এর এই নয়া বাইকটি। গত বছর আগস্ট মাসেই ধুমধাম করে Hunter 350 লঞ্চ করে রয়্যাল এনফিল্ড। তারপর থেকে ভারতের পাশাপাশি বিশ্বের বাজারেও চরম জনপ্রিয় হয়ে উঠছে বাইকটি।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন
Royal Enfield Hunter : মাত্র ১৭০০০ টাকায় পাওয়া যাচ্ছে Hunter! ইউরোপ এবং আমেরিকাতেও চলছে ব্যপক চাহিদা
Source : bikewale

RE এর নতুন বাইকের ডিজাইন থেকে শুরু করে পাওয়ারট্রেন সবই বেশ উন্নতমানের। পারফর্ম্যান্সের সাথে নিও-রেট্রো লুকের বাইকটি তরুণদের নয়নের মনি হয়ে ওঠেছে। আবার উচ্চশক্তি এবং ডিজাইনের সাথে যুক্ত হয়েছে অপেক্ষাকৃত সস্তা দাম এবং দারুণ মাইলেজ। সবমিলিয়ে Royal Enfield এর বেস্ট সেলিং বাইকের তালিকায় চলে এসেছে Hunter 350।Royal Enfield Hunter : মাত্র ১৭০০০ টাকায় পাওয়া যাচ্ছে Hunter! ইউরোপ এবং আমেরিকাতেও চলছে ব্যপক চাহিদা

Hunter বাইকে J সিরিজের ইঞ্জিন লাগিয়েছে RE। বাইকটির ক্ষমতা 19.9 bhp এবং 27nm এর পিক টর্ক তৈরি করতে সক্ষম। 5 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে আসে বাইকটি। শুধু তাই না, Hunter বাইকে আপনি মাইলেজ পাবেন 36 কিমি! সামনে এবং পিছনে উভয় চাকাতেই ABS থাকছে। সেইসাথে ডিজিটাল-অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পাবেন Royal Enfield এর নতুন বাইকে। Royal Enfield Hunter : মাত্র ১৭০০০ টাকায় পাওয়া যাচ্ছে Hunter! ইউরোপ এবং আমেরিকাতেও চলছে ব্যপক চাহিদা

রোডস্টার ডিজাইনের বাইকটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.73 লক্ষ টাকা থেকে। টপ মডেলের জন্য অবশ্য 2.01 লক্ষ টাকা খরচ করতে হবে আপনাকে। উল্লেখ্য , গত ফেব্রুয়ারি মাসে মাত্র 28 দিনেই 1 লাখেরও বেশি Hunter বিক্রি করেছিল Royal Enfield। ভারত ছাড়াও ইউরোপ, এশিয়া, আমেরিকা সহ বিশ্বের বহু দেশে বিক্রি হয় এই বাইকটি। RE এর গ্রাহকের তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। Royal Enfield Hunter : মাত্র ১৭০০০ টাকায় পাওয়া যাচ্ছে Hunter! ইউরোপ এবং আমেরিকাতেও চলছে ব্যপক চাহিদা

Royal Enfield এর এই বাইকটি আপনি নিজের করতে পারেন তাও নামমাত্র খরচেই। এজন্য আপনাকে 17000 টাকার ডাউনপেমেন্ট করতে হবে। এবার 3 বছরের জন্য ঋণ নিলে আপনাকে 9.7% সুদের হিসেবে প্রীতি মাসে 5,027 টাকা দিতে হবে। প্রসঙ্গত আপনার ডাউন পেমেন্ট এবং কত সময়ের জন্য ঋণ নিচ্ছেন তা বদলালে সুদের হার এবং মাসিক কিস্তিতেও পরিবর্তন আসবে।

About Author