Read In
Whatsapp
Auto Motive IndustryBike NewsElectric Vehical

জলের দরে পাবেন 115 কিমি রেঞ্জের এই স্কুটার, না কিনলে পুরোই লস! দেখুন অত্যাধুনিক ফিচার্স

বাজারে ধীরে ধীরে জ্বালানি চালিত স্কুটার এবং বাইকের জায়গায় আসছে নতুন ই-স্কুটার। জ্বালানির দাম বৃদ্ধির ফলে কিছুটা হলেও ই-বাইকের আকর্ষণ বেড়েছে মানুষের মধ্যে। চলতি সময়ে তাই বৈদ্যুতিক স্কুটারের জনপ্রিয়তা অনেকখানি বেড়ে গিয়েছে। আর সেজন্য বাজার ধরতে নানান সংস্থা তাদের বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করছে ভারতীয় মার্কেটে।

সদ্যই বাজারে এসেছে নতুন এক স্কুটার। মাত্র 3 মাস আগেই লঞ্চ হয়েছে এটি, আর তারই মধ্যে হাজার হ্যাজার্ড ইউনিট বিক্রি হয়ে গিয়েছে সেটির। গ্রাহকরা বেশ পছন্দ করেছেন এটাকে। এটির নাম iVOOMi S1। দারুণ স্পেসিফিকেশন এবং শক্তিশালি ইঞ্জিন এটিকে বাজারের অন্যান্য স্কুটারের থেকে একদম আলাদা করেছে।

এই স্কুটারে রয়েছে 2000 watt এর শক্তি, যা আসে 60V/35Ah লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে। শক্তিশালি ব্যাটারী এবং উন্নতমানের ইঞ্জিন হওয়ার কারণে 115 কিমি অবধি যেতে পারে স্কুটারটি। এছাড়া ঘণ্টায় 55 কিমি বেগে ছুটতেও পারে সেটি। আর এই শক্তিশালি ফিচারের জন্যই ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে বাইকটি।

মার্কেটে মাত্র তিন মাসেই হাজার হাজার ইউনিট ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। বাজারে একাধিক মডেলের বৈদ্যুতিক স্কুটার লঞ্চ হলেও এই স্কুটারটি ভিড়ের মধ্যেই নিজের আলাদা জায়গা করে নিয়েছে। অত্যাধুনিক ফিচার্স সহ স্মার্ট কানেক্টিভিটি থাকার কারণে আপনার জন্য উপযুক্ত হয়ে উঠবে এটি।

Back to top button