![](https://autoscoop.in/wp-content/uploads/2023/07/audi-grandsphere-501.jpeg)
দেশের বাজারে শীঘ্রই একগুচ্ছ গাড়ি লঞ্চ করতে চলেছে বিভিন্ন সংস্থা। আগস্ট মাসে বেশ কয়েকটি গাড়ি নিয়ে ব্যপক উচ্ছাস রয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎচলিত গাড়ি থেকে শুরু করে CNG সবই। গ্রাহকদের পছন্দমত গাড়ি আসছে দেশের বাজারে। কিন্ত তারইমধ্যে জার্মান সংস্থা Audi একটি দুর্দান্ত EV লঞ্চ করতে চলেছে।
অডি ইন্ডিয়া ভারতের বাজারে একটি নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে। Audi Q8 E-Tron গাড়িটি নিয়ে বেশ হাইপ ওঠেছে। 500 কিলোমিটার রেঞ্জ সহ শক্তিশালী ইঞ্জিন সবই রয়েছে এখানে। তবে গাড়িটির আকর্ষণ বাড়ার কারণ সেটি মাত্র 29 মিনিটে 80% চার্জ হয়ে যেতে পারে। ফলে বোঝাই যাচ্ছে যে, গাড়িটি অন্যান্য EV থেকে এগিয়ে এক্ষেত্রে।
আগামী 18 আগস্ট বাজারে আসবে অডি ই-ট্রণ। বাজারে সেটি স্ট্যান্ডার্ড এবং স্পোর্টব্যাক কুপ, এই দুই ভেরিয়েন্টে লঞ্চ হতে চলেছে। E-Tron এ নতুন একরঙা লোগো এবং সামনের দিকে ডাউন ফেসিং প্রজেক্টিং লাইট থাকবে। সাথে এখানে রিপ্রোফাইল্ড ফ্রন্ট বাম্পার এবং উভয় পাশেই বড় এয়ার ইনটেক ভেন্ট থাকছে। 114 kWh এর ব্যাটারি প্যাক গাড়িটিকে দুর্দান্ত রেঞ্জ পেতে সাহায্য করে।
অডি Q8 ই-ট্রন খুব শক্তিশালী বৈশিষ্ট্য রয়েছে। এরমধ্যে 10.1-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 8.6-ইঞ্চি স্ক্রিন, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, 360-ডিগ্রি ক্যামেরা, প্যানোরামিক সানরুফ এবং Bang & Olufsen 16-স্পীকার সাউন্ড সিস্টেম মজুদ রয়েছে। অ্যাম্বিয়েন্ট লাইটিং প্যাকেজ প্লাস, 360 ডিগ্রি ক্যামেরা এবং সুরক্ষার জন্য 6টি এয়ারব্যাগ রয়েছে। বাজারে গাড়িটির দাম হতে পারে 1.10 কোটি থেকে 1.40 কোটি টাকার মধ্যে।