TRENDS
Advertisement

কোহলির গ্যারেজে রয়েছে ‘এক সে বড় কর এক’ গাড়ি, দেখুন চোখ ধাঁধানো কালেকশন

ভারতীয় ক্রিকেট দলের সদ্য প্রাক্তন অধিনায়ক এবং বিশ্বের সেরা ব্যাটসম্যানের একজন বিরাট কোহলি (Virat Kohli)। ক্রিকেটে তার রেকর্ড নিয়ে নতুন করে কিছু বলার দরকার পড়েনা, কিন্তু জানেন কি তার বিরাট…

Published By: Ritwik | Published On:

ভারতীয় ক্রিকেট দলের সদ্য প্রাক্তন অধিনায়ক এবং বিশ্বের সেরা ব্যাটসম্যানের একজন বিরাট কোহলি (Virat Kohli)। ক্রিকেটে তার রেকর্ড নিয়ে নতুন করে কিছু বলার দরকার পড়েনা, কিন্তু জানেন কি তার বিরাট গাড়ির শখ রয়েছে। আর তাই তার গ্যারেজে রয়েছে একসে বড় কর এক গাড়ি, চলুন দেখে নেওয়া যাক তার কালেকশনে কোন কোন গাড়ি রয়েছে আপাতত।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

1) Bentley Continental GT :
দাম – 4.04 কোটি

কোহলির গ্যারেজে রয়েছে ‘এক সে বড় কর এক' গাড়ি, দেখুন চোখ ধাঁধানো কালেকশন

এই গাড়িটিই বিরাটের সংগ্রহের সবচেয়ে দামী গাড়ি। 22 ইঞ্চির অ্যালয় হুইল সমেত গাড়িটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে চালক খুব ভালোভাবে গাড়িটিকে উপভোগ করতে পারেন। গাড়িটি সুন্দর বিবরণ এবং রেট্রো স্টাইলের এক অসাধারণ মিশ্রণ।

2) Bentley Flying :
দাম – 3.41 কোটি

কোহলির গ্যারেজে রয়েছে ‘এক সে বড় কর এক' গাড়ি, দেখুন চোখ ধাঁধানো কালেকশন

কোহলির কালেকশনে এটি দ্বিতীয় বেন্টলি। সবচেয়ে দামী গাড়ির তালিকাতে দ্বিতীয়ও বটে। এই সুপারকারে রয়েছে 6.0-লিটারে টার্বোচার্জড W12 ইঞ্জিন। সেটি 8-স্পীড ডুয়াল-ক্লাচ গিয়ারবক্সের সাহায্যে 626 bhp শক্তি উৎপন্ন করতে পারে। একইসাথে গাড়িটি 900 Nm টর্ক ও তৈরি করে।

3) Audi R8 LMX (Limited Edition)
দাম : 2.97 কোটি

কোহলির গ্যারেজে রয়েছে ‘এক সে বড় কর এক' গাড়ি, দেখুন চোখ ধাঁধানো কালেকশন

বিরাট কোহলি আসলে দুই খানা R8 এর মালিক, যার মধ্যে একটি বেশি শক্তিশালী সীমিত সংস্করণ। কোহলির গ্যারেজে থাকা R8 LMX 5.2-লিটারের ইঞ্জিনের সাথে আসে। গাড়িটি কিন্তু 540 Nm-এর টর্কের সাথে 570 bhp শক্তি উৎপাদন করতে সক্ষম।

4) Audi R8 V10
দাম : 2 কোটি টাকা

কোহলির গ্যারেজে রয়েছে ‘এক সে বড় কর এক' গাড়ি, দেখুন চোখ ধাঁধানো কালেকশন

কোহলির কাছে R8 V10 ও রয়েছে। এই গাড়িতে একটি 5.2-লিটারের V10 ইঞ্জিন রয়েছে যা 530 Nm টর্কের সাথে 517 hp শক্তি সরবরাহ করে। 7-স্পীড টুইন ক্লাচ DSG স্বয়ংক্রিয় ট্রান্সমিশন গিয়ারবক্সের সাথে আসে এই গাড়িটি।

5) Audi A8L W12 Quattro
দাম : 1.87 কোটি

কোহলির গ্যারেজে রয়েছে ‘এক সে বড় কর এক' গাড়ি, দেখুন চোখ ধাঁধানো কালেকশন

কোহলির সংগ্রহে থাকা আরেকখানা স্পোর্টি গাড়ি A8L W12 Quattro। 1.87 কোটি টাকার এই গাড়িতে রয়েছে 6.3-লিটারের ইঞ্জিন। যা 494 hp এবং 625 Nm টর্ক তৈরি করে। লক

About Author