ভারতের বাজারে ধীরে ধীরে লাক্সারি কার অর্থাৎ বিলাসবহুল গাড়িগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আর সেই বাজার জুড়ে বসেছে অডি, BMW ইত্যাদির মতো ব্র্যান্ড। কিন্তু জানেন কি, দেশে সবচেয়ে সস্তা বিলাসবহূল গাড়ি কোনগুলো?
1) Audi Q2: ভারতের বাজারে এই 5 আসনের SUV টিই সবচেয়ে সস্তার বিলাসবহূল গাড়ি। মোট 6টি ভ্যারিয়েন্টে সেগুলো উপলব্ধ। 1984 সিসির ইঞ্জিন সহ audi q2 এর দাম শুরু হয় 35 লক্ষ টাকা থেকে। গাড়ির টপ মডেলের দাম 48.90 লক্ষ টাকা।
2) BMW 2 Series Gran Coupe : বাজারে বেশ নাম কামিয়েছে এই গাড়িটি। চার আসনের BMW গাড়িটির দাম শুরু হচ্ছে 41.5 লক্ষ টাকা থেকে। বাজারে BMW 2 Series Gran Coupe মোট 3টি ভারিয়েন্টে উপলব্ধ।
3) Audi A4 : বিলাসবহূল গাড়ির বাজারে সর্বাধিক বিক্রিত সেডান এটি। 5 আসনের গাড়িটির দাম শুরু হচ্ছে 43.81 লক্ষ টাকা থেকে। টপ ভেরিয়েনটের দাম থাকছে 51.85 লক্ষ। 1984 সিসির ইঞ্জিন সহ 3টি ভেরিয়েন্টে আসে গাড়িটি।
4) Volvo XC 40 : ভলভোর এই গাড়িটি 5 আসনের SUV। চিনা কোম্পানির গাড়িটির দাম শুরু হচ্ছে 46.40 লক্ষ টাকা থেকে।
5) Jaguar XE : সেডান গাড়িটির দাম শুরু হচ্ছে 44.98 লক্ষ থেকে 48.50 লক্ষ টাকা পর্যন্ত। 4টি ভেরিয়েন্ট রয়েছে ভারতের বাজারে।