TRENDS
Advertisement

7 সিটার সেগমেন্টে এই গাড়িগুলোর চাহিদা তুঙ্গে! বিক্রিতে রেকর্ড গড়েছে Mahindra

৭ আসনের গাড়ির বাজারে রেকর্ড বিক্রী বোলেরোর, ১২৭% বিক্রি বেড়েছে স্কর্পিয়োর। দুর্দান্ত খারাপ পারফর্ম্যান্স মারুতি সুজুকি Ertiga এর। রেকর্ড গ্রোথ কিয়া মোটরসের

Published By: Ritwik | Published On:

দেশের অন্দরে SUV গাড়িগুলোর চাহিদা বেড়েছে বহুখানি। মানুষ ছোট হ্যাচব্যাক এবং সেডানের জায়গায় পছন্দ করছেন নতুন পেশীবহুল SUV। আর গত বছরের সেলসের রেকর্ড তাই প্রমাণ করছে। আগের বছরের সেরা ৫ মডেলের বিগত ৬ মাসে বিক্রির রেকর্ড সামনে এসেছে। এক্ষেত্রে ৭সিটার সেগমেন্ট মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। আর এই গাড়িগুলোর চাহিদাও ক্রমশ বেড়েছে। 7 সিটার সেগমেন্টে এই গাড়িগুলোর চাহিদা তুঙ্গে! বিক্রিতে রেকর্ড গড়েছে Mahindra

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

৭ আসনের সেগমেন্টে বিক্রির নিরীখে মাহিন্দ্রা রেকর্ড বানিয়েছে। আর খারাপ পারফর্ম করেছে মারুতি সুজুকি। H1 অর্থাৎ জানুয়ারি থেকে জুন অবধি ৬ মাসের গাড়ি বিক্রির হিসেব দেখলে সবমিলিয়ে মোট ১৬১% বিক্রি বেড়েছে। আর শীর্ষ ৫ মডেলের মধ্যে রয়েছে মাহিন্দ্রার দুইখানা মডেল আর মারুতি, কিয়া এবং টয়োটার একটি করে। সবচেয়ে বেশি বিক্রীত গাড়ি মাহিন্দ্রা বলেরো।7 সিটার সেগমেন্টে এই গাড়িগুলোর চাহিদা তুঙ্গে! বিক্রিতে রেকর্ড গড়েছে Mahindra

শীর্ষ ৫টি ৭ আসনের গাড়ির তালিকায় প্রথমেই রয়েছে মাহিন্দ্রা বোলেরো, মাহিন্দ্রা স্কর্পিয়ো, মারুতি সুজুকি অর্টিগা, কিয়া কারেন্স এবং টয়োটা ইনোভা। গত বছর অর্থাৎ H1 ২০২২ এর তুলনায় সবচেয়ে বড় ঝাঁপ দিয়েছে মাহিন্দ্রা স্কর্পিয়ো। তাদের বিক্রি বেড়েছে ১২৭%। গত বছর ৬ মাসে যেখানে মোট ২২, ৮৮৮টি গাড়ি বিক্রি করে মাহিন্দ্রা চলতি বছর সেটাই বেড়ে হয়েছে ৫২,০৩৬।7 সিটার সেগমেন্টে এই গাড়িগুলোর চাহিদা তুঙ্গে! বিক্রিতে রেকর্ড গড়েছে Mahindra

তালিকায় তিন নাম্বারে থাকা মারুতি সুজুকি অর্টিগার বিক্রি কমেছে ২৮%। কারণ ২০২২ সালের প্রথম ষান্মাসিকে যেখানে মোট ৬৮,৯২২টি Ertiga বিক্রি হয় সেখানে চলতি বছরে সেই অংক কমে দাঁড়িয়েছে ৪৯,৭৩২। শীর্ষে থাকা বোলেরো গাড়িটি H1 ২০২২ এ বিক্রি হয় ৪৫, ৯৯৪টি এবং চলতি বছর প্রথম ৬ মাসে তা দাঁড়িয়েছে ৫৩,৮১২। অর্থাৎ ১৭% বিক্রি বেড়েছে।7 সিটার সেগমেন্টে এই গাড়িগুলোর চাহিদা তুঙ্গে! বিক্রিতে রেকর্ড গড়েছে Mahindra

একই গল্প কিয়া মোটরসের জন্যও আগের বছর প্রথম ৬ মাসে কিয়া কারেন্স গাড়িটির বিক্রি হয় ৩০,৯৫৩ টি এবছরের প্রথম ষান্মাসিকে বিক্রি ৩২% বেড়ে দাঁড়িয়েছে ৪০,৭৭১। প্রথম পাঁচে সবচেয়ে কম বৃদ্ধি হয়েছে টয়োটা ইনোভা গাড়িটি। তাদের বিক্রি ৩০,৫৫১ থেকে ১৩% বেড়ে দাঁড়িয়েছে ৩৪,৬৪৭।7 সিটার সেগমেন্টে এই গাড়িগুলোর চাহিদা তুঙ্গে! বিক্রিতে রেকর্ড গড়েছে Mahindra

পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, মাহিন্দ্রা আপাতত ৭ আসনের গাড়ির বাজারে রাজ করছে। আর জনপ্রিয় SUV Bolero Neo-তেও দারুণ ডিসকাউন্ট দেওয়ার কারণে বিক্রি ব্যপক বেড়েছে। ৩০ হাজার টাকা ছাড় সহ নানান এক্সেসরিজও দিচ্ছে কোম্পানি। আবার সেইসাথে ২৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং ১০ হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্ট দিচ্ছে মাহিন্দ্রা। আর তারফলেই বিক্রির এই নতুন রেকর্ড গড়েছে তারা।

About Author