TRENDS
Advertisement

BMW 3 সিরিজের এই ধাসু গাড়িটা কিনলেন টাইগার শ্রফ, ফিচার্স ও দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার

টাইগার শ্রফ সম্প্রতি BMW এর সিরিজ 3 গ্রান লিমুজিন গাড়িটি কিনেছেন। দাম কত?

Published By: Ritwik | Published On:

বলিউডের তরুন অভিনেতাদের মধ্যে খুবই জনপ্রিয় টাইগার শ্রফ। নিজের স্টান্ট এবং নাচের জন্য বিখ্যাত এই অভিনেতা। অ্যাকশন স্টারের পছন্দের ব্র্যান্ড BMW। সম্প্রতি জার্মান সংস্থাটির একটি সেডান কিনেছেন টাইগার। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও প্রকাশ হয়েছে।BMW 3 সিরিজের এই ধাসু গাড়িটা কিনলেন টাইগার শ্রফ, ফিচার্স ও দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

BMW এর 3 সিরিজ সেডান কিনেছেন টাইগার শ্রফ। তিনি 60 লক্ষ টাকা দামের 3 সিরিজ গ্রান লিমুজিন গাড়িটি নিজের গ্যারেজে যোগ করেছেন। আর টাইগার শ্রফের এই ভিডিওটি মুভিজ আড্ডা তাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছে। সেখানে টাইগার শ্রফকে দেখা যায় পূজা ফিল্মসের অফিস থেকে বের হতে। আর তখনই কিছু ভক্তদের দেখা যায় সেলফি তোলার অনুরোধ করতে।

টাইগার তার ভক্তদের জন্য নামেন এবং ভক্তদের সাথে সেলফিও তোলেন। সেলফি তোলার পর দূরে দাঁড়িয়ে থাকা ফটোগ্রাফারদের দিকে তাকিয়ে হাসেন এবং তাদের উদ্দেশ্যে পোজ দিয়ে গাড়িতে উঠে যান। যদিও তিনি গাড়ি চালাচ্ছিলেন না এবং সেখানে নাম্বার প্লেটও থাকেনি। সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হলেও উত্তর দেওয়ার পরিবর্তে এড়িয়ে যান সেই প্রশ্ন।

ভিডিওতে দেখা যাচ্ছে যে, BMW 3 সিরিজ গ্রান লিমুজিন সেডানের 330 Li ভেরিয়েন্টটি কিনেছেন টাইগার শ্রফ। সেটি পেট্রোল এবং ডিজেল, উভয় ইঞ্জিন বিকল্পের সাথেই আসে। তবে ভিডিওতে দেখা যাচ্ছে যে, টাইগার শ্রফ পেট্রোল সংস্করণটি কিনেছেন। বিলাসবহুল এই গাড়িতে রয়েছে একগুচ্ছ বিলাসবহুল ফিচার এবং শক্তিশালী ইঞ্জিন।

BMW 3 সিরিজের এই ধাসু গাড়িটা কিনলেন টাইগার শ্রফ, ফিচার্স ও দাম শুনলে চোখ কপালে উঠবে আপনারবিএমডব্লিউ 3 সিরিজ গ্রান লিমুজিন সেগমেন্টে মার্সিডিজ-বেঞ্জ সি-ক্লাস এবং অডি A4-এর সাথে টক্কর দেয়। উল্লেখ্য BMW 3 সিরিজ গ্রান লিমুজিন গাড়িটির দাম শুরু হচ্ছে 57.90 লক্ষ টাকা থেকে। টপ ভেরিয়েন্টের দাম 59.50 লক্ষ টাকা। উল্লেখ্য যে, সমস্ত সময় এক্স শোরুম প্রাইস এর সাথে RTO ইন্স্যুরেন্স ইত্যাদি যোগ হবে।

About Author