TRENDS
Advertisement

5 Upcoming Tata SUV: ভারতের বাজারে আসছে টাটার ৫ টি ধাসু গাড়ি, ফিচার্স দারুন, মাইলেজ পাবেন অনবদ্য!

শীঘ্রই বাজারে মোট ৫ খানা গাড়ি লঞ্চ করতে চলেছে টাটা মোটরস

Published By: Ritwik | Published On:

ভারতের বাজার টাটা মোটরসের কাছে বেশ গুরুত্বপূর্ণ। আগামী সময়ে বাজারে মোট ৬ খানা গাড়ি লঞ্চ করতে চলেছে টাটা মোটরস। Facelift সংস্করণ থেকে শুরু করে বাজারে থাকা গাড়ির CNG ভার্সন, সবই রয়েছে এই তালিকায়। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ন তালিকা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

১) Tata Punch CNG : 5 Upcoming Tata SUV: ভারতের বাজারে আসছে টাটার ৫ টি ধাসু গাড়ি, ফিচার্স দারুন, মাইলেজ পাবেন অনবদ্য!মাইক্রো এসএইভি সেগমেন্টে পাঞ্চ একটি বড় হিট প্রমাণিত হয়েছে টাটা মোটরসের জন্য। পেশীবহুল চেহারার কারণে গাড়িটির লুক মানুষের বেশ পছন্দ হয়েছে। এবার Tata Motors Punch গাড়িটির CNG ভার্সন আনতে চলেছে। আগামী অটো এক্সপো-2023 এ প্রথমবার দেখা যাবে Punch এর CNG ভার্সন।

২) Tata Nexon Facelift : 5 Upcoming Tata SUV: ভারতের বাজারে আসছে টাটার ৫ টি ধাসু গাড়ি, ফিচার্স দারুন, মাইলেজ পাবেন অনবদ্য!আগস্ট অথবা সেপ্টেম্বর মাসের দিকে Nexon গাড়িটির Facelift ভার্সন লঞ্চ করা হতে পারে। Curvv গাড়িটির থেকে ডিজাইন ল্যাঙ্গুয়েজ ধার করতে পারে Nexon Facelift। টু-স্পোক স্টিয়ারিং হুইল, 360-ডিগ্রি ক্যামেরা সিস্টেম ইত্যাদি থাকবে নতুন ভার্সনে।

৩) Tata Harrier এবং Safari Facelift : 5 Upcoming Tata SUV: ভারতের বাজারে আসছে টাটার ৫ টি ধাসু গাড়ি, ফিচার্স দারুন, মাইলেজ পাবেন অনবদ্য!আগামী অটো এক্সপোতেই হ্যারিয়ার এবং সাফারির Facelift ভার্সন নিয়ে আসবে টাটা মোটরস। সেখানে গাড়িদুটির ডিজাইনও পরিবর্তন আনতে পারে টাটা মোটরস। 1.5 লিটারের পেট্রোল ইঞ্জিন যুক্ত হতে পারে লাইনআপে।

৪) Nexon EV Facelift : 5 Upcoming Tata SUV: ভারতের বাজারে আসছে টাটার ৫ টি ধাসু গাড়ি, ফিচার্স দারুন, মাইলেজ পাবেন অনবদ্য!EV ভার্সনটিরও ডিজাইনে সামান্য পরিবর্তন আনবে টাটা মোটরস। Curvv গাড়িটির থেকেও কিছু ধারণা নেয় Nexon Facelift। এখনো অবধি যা জানা যাচ্ছে তাতে ডিজাইন ছাড়া অন্য কিছু পরিবর্তন আসছেনা Facelift ভার্সনে।

৫) Tata Punch EV :5 Upcoming Tata SUV: ভারতের বাজারে আসছে টাটার ৫ টি ধাসু গাড়ি, ফিচার্স দারুন, মাইলেজ পাবেন অনবদ্য! টাটা পাঞ্চের বৈদ্যুতিক ভার্সনের টেস্টিং করার দৃশ্য বহুবার সামনে এসেছে। টাটা মোটরস আপাতত পাঞ্চ গাড়িটির বৈদ্যুতিক ভার্সনের ওপর কাজ চালাচ্ছে। Nexon, Tiago এবং Tigor এরপর এবার পাঞ্চ গাড়িটিও জিপট্রন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হচ্ছে।

About Author