Read In
Whatsapp
Bike NewsElectric Vehical

ওজন মাত্র ২৬ কেজি, বাজারে এলো Decathlon-র নতুন ই-বাইক! এক চার্জেই ছুটবে 130 কিমি

ফরাসি স্পোর্টস অ্যাপারেল কোম্পানি Decathlon সম্প্রতি নিজেদের প্রথম ইলেক্ট্রিক সাইকেলের নিয়ে হাজির হয়েছে ভারতের বাজারে। তার সাথে আরো একটি নতুন বাইক বাজারে এনেছে Decathlon। Er আগে তাদের সাইকেল বিক্রি হলেও এবার তার সাথে সাথে ই-সাইকেলের ব্যবসাও শুরু করেছে তারা। আর এই ই-সাইকেল হার মানাবে বহু নামীদামী মোটরবাইককেও। কিন্তু কেমন ফিচারস রয়েছে সেখানে? চলুন জানাচ্ছি আপনাদের।

সম্প্রতি ভারতের বাজারে নিজেদের প্রথম ই-সাইকেল নিয়ে এসেছে Decathlon। এই ই-সাইকেলের নাম Decathlon Stilus E-Touring। আপনি এখানে সাইকেল এবং বাইকের উভয়ের সুবিধা পেয়ে যাবেন। তাই সকাল সকাল এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে পারেন স্বাস্থ্যের কথা ভেবে আবার ফেরার সময় সেকশনে উপস্থিত ব্যাটারি আপনাকে টেনে নিয়ে আসবে।

আপাতত এই সাইকেলটি দুটি ভ্যারিয়েন্টে আসে, মিডিয়াম এবং লার্জ। নিজেদের ইচ্ছেমত সাইজে চড়তে পারেন আপনি। সাইক্লিংয়ের ক্ষেত্রে ইকো, স্ট্যান্ডার্ড এবং বুস্ট এই তিনটি মোড পাওয়া যায়। সাথে সেখানে LCD ডিসপ্লেও রয়েছে। যেখানে আপনি সাইকেলের গতি, ব্যাটারি লেভেল, দূরত্ব ইত্যাদি সমস্ত কিছুর সুবিধা পাবেন। বাইকে রয়েছে 29 × 2.35 ইঞ্চি টায়ার, 10 স্পিড মাইক্রোশিফট এবং হাইড্রলিক ডিস্ক ব্রেক।

Decathlon Rockrider এর E-ST100 বাইকটির শোরুম প্রাইস রয়েছে 84,999 টাকা। সমস্ত ট্যাক্স ইত্যাদি মিলিয়ে আপনাকে মোট 1,29,999 টাকা পে করতে হবে। তবে এই প্রিমিয়াম দামের কারণ এর প্রিমিয়াম ফিচারস। ফুল চার্জে এই ই-সাইকেলটির রেঞ্জ রয়েছে 100কিমি। Samsung এর শক্তিশালি 380 AH লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক উপস্থিত সেখানে। গাড়িতে Bosch CX মোটর লাগানো রয়েছে যা 85Nm টর্ক তৈরি করে।

130 কিমি রেঞ্জের বাইকটি চার্জ হতে 6 ঘণ্টা সময় নেয়। 26.2 কিলোগ্রামের বাইকটি সর্বোচ্চ 145 কেজি ওজন টানতে সক্ষম। তবে নেদারল্যান্ড, জার্মানি এবং ফ্রান্সের বাজারে উপলব্ধ এই ইলেকট্রিক বাইক। ভারতে এক্ষ্নই বাইকটি লঞ্চ করবে কিনা জানা যায়নি। তবে কিছুদিন আগে Decathlon Rockrider E-ST 100 বাইকটি লঞ্চ করে কোম্পানি। সেটির দাম রয়েছে 84,999 টাকা।

Back to top button