TRENDS
Advertisement

গাড়ি নিয়ে বেরোনোর আগে দশবার ভাবুন! এই কাজটা করলেই হবে 25 হাজার জরিমানা, সঙ্গে ৬ মাসের জেল!

ভুল করেও করবেন না এই কাজটি, নাহলে দিতে হবে 25 হাজার টাকা জরিমানা! হতে পারে 6 মাসের জেল

Published By: Ritwik | Published On:

ট্র্যাফিক নিয়ম নিয়ে ধীরে ধীরে বেশ কড়া হয়েছে আমাদের দেশ। যদিও বহু সময় ভুলবশত ট্রাকিক আইন উলঙ্ঘন হয়ে যায় আবার সংশ্লিষ্ট আইন না জানার ফলেও জরিমানা দিতে হয় অনেককে। কিন্তু এবার সেই অবহেলার কারণে জরিমানার অংক পৌঁছেছে 25,000 টাকা! কিন্ত ঠিক কোন কারণে এত ফাইন দিতে হচ্ছে? চলুন জানাচ্ছি।গাড়ি নিয়ে বেরোনোর আগে দশবার ভাবুন! এই কাজটা করলেই হবে 25 হাজার জরিমানা, সঙ্গে ৬ মাসের জেল!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আসলে ১৮ বছরের নিচে গাড়ি চালালেই দিতে হচ্ছে মোটা অংকের জরিমানা। অনেকেই প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই বেরিয়ে পড়ে বাইক নিয়ে। রাস্তায় সেই কারণে দুর্ঘটনার পরিমাণও বেড়ে যায় সময়ের সাথে সাথে। কিন্তু এবার সেই নিয়ে কঠোর হয়েছে প্রশাসন। লাগানো হচ্ছে মোটা অংকের চার্জ সাথে বাইকটিও বাজেয়াপ্ত করছে পুলিশ।গাড়ি নিয়ে বেরোনোর আগে দশবার ভাবুন! এই কাজটা করলেই হবে 25 হাজার জরিমানা, সঙ্গে ৬ মাসের জেল!

একজন নাবালককে কোনো ধরনের বাইক, স্কুটার বা গাড়ি চালানোর অনুমতি দেয় না সরকার। কোনো নাবালক গাড়ি সমেত ধরা পড়লে 25,000 টাকা পর্যন্ত জরিমানা লাগাতে পারে পুলিশ। শুধু তাই না, 6 মাসের জেলও হতে পারে সেই ব্যক্তির। নিয়ম অনুযায়ী নন গিয়ারড গাড়ির লাইসেন্স হয়ে যায় 16 বছর বয়সেই। তবে গিয়ার থাকা গাড়ির ক্ষেত্রে 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।গাড়ি নিয়ে বেরোনোর আগে দশবার ভাবুন! এই কাজটা করলেই হবে 25 হাজার জরিমানা, সঙ্গে ৬ মাসের জেল!

যদি কোনও নাবালক লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে ধরা পড়ে, তবে পুলিশ 25 হাজার টাকার চালান কাটাতে পারে। আসলে জনগণের কাছ থেকে বারংবার একই অভিযোগ আসার পর এবং অপ্রাপ্তবয়স্কদের দ্বারা দুর্ঘটনা ও গাড়ি চালানোর অভিযোগের পাওয়ার কারণে এই কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। হাইওয়ে, স্কুল কলেজ ইত্যাদির বাইরে ওঁত পেতে রয়েছে পুলিশ। অপ্রাপ্তবয়স্করা গাড়ি চালাতে চালাতে ধরা পড়লে গাড়িটি বাজেয়াপ্ত করা হয় এবং গার্জেনদের ডেকে চালানও দেওয়া হয়।

About Author