TRENDS
Advertisement

এক চার্জেই ছুটবে 100 কিমি, সস্তায় একগুচ্ছ ফিচার্স নিয়ে বাজারে এলো এই দুর্ধর্ষ ই-স্কুটার

Jaunty EV Scooter: ইলেক্ট্রিক স্কুটার এখন মার্কেটে বেশ ভালই বিক্রি চলছে। কম গতির গাড়িগুলোও ভালই বিক্রি হচ্ছে। এর একটা কারণ সেখানে লাইসেন্সেরও প্রয়োজন নেই আবার সাথে দামও কম। বাড়ির সামনে…

Published By: Ritwik | Published On:

Jaunty EV Scooter: ইলেক্ট্রিক স্কুটার এখন মার্কেটে বেশ ভালই বিক্রি চলছে। কম গতির গাড়িগুলোও ভালই বিক্রি হচ্ছে। এর একটা কারণ সেখানে লাইসেন্সেরও প্রয়োজন নেই আবার সাথে দামও কম। বাড়ির সামনে বাজার করতে যাওযার কাজে বা কাছেপিঠে কোথাও যেতে কম গতির স্কুটারগুলোর জুড়ি নেই। এই সেগমেন্টে একটি দুর্দান্ত স্কুটার নিয়ে হাজির Jaunty। এক চার্জেই ছুটবে 100 কিমি, সস্তায় একগুচ্ছ ফিচার্স নিয়ে বাজারে এলো এই দুর্ধর্ষ ই-স্কুটার

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

বাড়ির বয়স্ক এবং ছাত্রছাত্রীদের মধ্যে কমগতির ইলেক্ট্রিক স্কুটার বেশ জনপ্রিয়। বাজারে স্কুটারটির দাম শুরু হচ্ছে 65,064 টাকা (Ex-Showroom) থেকে 90,064 টাকা (Ex-Showroom) পর্যন্ত। বাইকে 249 ওয়াটের মোটর সর্বোচ্চ 25 কিমি গতি তুলতে সাহায্য করে। আর একইসাথে 100 কিমি দুর্দান্ত রেঞ্জ দেয় গাড়িটি।এক চার্জেই ছুটবে 100 কিমি, সস্তায় একগুচ্ছ ফিচার্স নিয়ে বাজারে এলো এই দুর্ধর্ষ ই-স্কুটার

কম বাজেটে দুর্দান্ত পারফরম্যান্স দিচ্ছে জন্টি মোটরস। স্কুটারটির সিটের উচ্চতা 730 মিমি, তাই যাদের হাইট কম তারাও বেশ আরামে চালাতে পারবেন। সাথে নিরাপত্তার জন্য সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। গাড়িতে 60V26Ah এর ব্যাটারি 100 কিমি ছুটতে সক্ষম। এক চার্জেই ছুটবে 100 কিমি, সস্তায় একগুচ্ছ ফিচার্স নিয়ে বাজারে এলো এই দুর্ধর্ষ ই-স্কুটার

ব্যাটারিটি সম্পূর্ন চার্জ হতে 6 ঘণ্টা সময় নেয়। সাথে গাড়িটির সামনের চাকায় ABS লাগানো রয়েছে। ডিস্ক ব্রেকের সাথে ABS থাকার কারণে এই স্কুটারে অতিরিক্ত নিরাপত্তা পেয়ে যাবেন। অ্যান্টি স্কিড এবং লক আপ টেকনোলজির সাথে আসে এই নতুন ইলেক্ট্রিক স্কুটার।

About Author