আপাতত পেট্রোল-ডিজেল বাদ দিয়ে মানুষ ইলেক্ট্রিক এবং CNG গাড়ির প্রতি বেশী ঝুঁকেছে। বর্তমানে কিছুটা হলেও CNG গাড়ির আকর্ষণ বেশি। আর এই সেগমেন্টে মার্কেট লিডার Tata Altroz এবং Hyundai Aura। কিন্তু আপনি কোন গাড়ি কিনবেন, চলুন জানাচ্ছি আপনাদের।
টাটা আলট্রোজ সিএনজি (Tata Altroz CNG)
প্রতি কিলোতে 26 কিমি ছুটে Tata Altroz। গাড়িতে আপনি মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল সহ পাওয়ার অ্যাডজাস্টেবল এক্সটেরিয়র রিয়ার সহ 210 লিটারের বুট স্পেস পেয়ে যাবেন। গাড়িতে শক্তিশালী 1.2 লিটারের ইঞ্জিন রয়েছে। যা 77 bhp শক্তি এবং 97 nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম।
এছাড়া ভয়েস অ্যাক্টিভেটেড সানরুফ সহ অটোম্যাটিক ওয়েদার কন্ট্রোল এবং 7.0-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম ফিচার রয়েছে। 7.55 লক্ষ টাকার বিনিময়ে গাড়িটি কিনতে পারেন। Altroz গাড়িটি বাজারে 7.55 লক্ষ টাকার (এক্স-শোরুম) বিনিময়ে উপলব্ধ।
হুন্ডাই অরা (Hyundai Aura)
হ্যুন্ডাই এর গাড়িটি আপনাকে 28 কিমির মাইলেজ দেয়। এছাড়া সেখানে 8 ইঞ্চির টাচস্ক্রিন এবং ইনফোটেইনমেন্ট সিস্টেম, ক্রুজ কন্ট্রোল, হাইট-অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, ওয়্যারলেস ফোন চার্জারের মতো ফিচারস রয়েছে। গাড়িটি 83ps শক্তি এবং 114 Nm এর পিক টর্ক জেনারেট করে। সুরক্ষার জন্য 6টি এয়ারব্যাগ রয়েছে।
Hyundai Aura গাড়িটির দাম রয়েছে 8.13 লক্ষ টাকা। 5 স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সাথে আসে। আপাতত বাজারে চারটি ট্রিমে গাড়িটি পাওয়া যাচ্ছে এগুলো হলো E, S, SX এবং SX(O)। আপনাদের জানিয়ে রাখি যে, গাড়িতে ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ESC), টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS) ইত্যাদি সুবিধা পেয়ে যাবেন।