ভারতের বাজারে বিক্রীর রেকর্ড বানিয়েছে রয়্যাল এনফিল্ড। তাদের ক্লাসিক 350, বুলেট 350, হিমালয়ান, ইন্টারসেপ্টর সবই বেস্ট সেলিং বাইকের ক্যাটাগরিতে আসে। তবে শুধু ভারত নয়, একইসাথে বিদেশের মাটিতেও বিক্রির রেকর্ড বানিয়েছে রয়্যাল এনফিল্ড। আর এক্ষেত্রে RE এর তুরুপের তাস Hunter 350। ইউরোপের বাজারে ব্যপক বিক্রি হচ্ছে নিয়া বাইকটি।
গত বছর আগস্ট মাসেই ধুমধাম করে হান্টার 350 লঞ্চ করে রয়্যাল এনফিল্ড। এরপর 1 বছর হয়নি তার আগেই বিক্রির রেকর্ড বানিয়েছে সংস্থাটি। আর হবেনাই বা কেন, ডিজাইন থেকে শুরু করে পাওয়ারট্রেন সবই বেশ উন্নতমানের। আর সেজন্য নিও-রেট্রো লুকের বাইকটি তরুণদের নয়নের মনি হয়ে ওঠেছে। শক্তি, ডিজাইনের সাথে যুক্ত হয়েছে অপেক্ষাকৃত সস্তা দাম এবং দারুণ মাইলেজ। সবমিলিয়ে Royal Enfield এর বেস্ট সেলিং বাইকের তালিকায় চলে এসেছে Hunter 350।
350 সিসির হান্টার বাইকটি ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের সাথে আসে। বাইকটিতে RE এর J সিরিজের ইঞ্জিন লাগানো রয়েছে। শক্তিশালী গাড়িটির দাম শুরু হচ্ছে 1.49 লক্ষ টাকা থেকে। যদিও কিছুদিন আগেই বাইকটির দাম বাড়িয়েছে RE। বেস ভ্যারিয়েন্টের দামে অবশ্য বিরাট পরিবর্তন আসেনি। আর এই দামের সাথে দুর্দান্ত মাইলেজের কারণে Hunter 350 অসাধারণ সাফল্য পেয়েছে।
আপনাদের জানিয়ে রাখি যে, গত ফেব্রুয়ারি মাসে মাত্র 28 দিনেই 1 লাখেরও বেশি Hunter বিক্রি করেছিল Royal Enfield। ভারত ছাড়াও ইউরোপ, এশিয়া, আমেরিকা সহ বিশ্বের বহু দেশে বিক্রি হয় এই বাইকটি। RE এর গ্রাহকের তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।