TRENDS
Advertisement

Car Care Tips: বাড়িতে রয়েছে টার্বোচার্জড ইঞ্জিন যুক্ত গাড়ি? সমস্যায় পড়ার আগে এক্ষুনি জেনে নিন এই বিষয়গুলি

গাড়িকে শক্তিশালী করে তোলার জন্য গোটা বিশ্বের মানুষ টার্বো ইঞ্জিনের উপর ভরসা করে থাকে। তবে এই ইঞ্জিন গুলিকে ঠিক রাখার জন্য এদেরও যে বিশেষ যত্ন নেওয়া হয় সেকথা জানেন কি?…

Published By: Writer Desk | Published On:

গাড়িকে শক্তিশালী করে তোলার জন্য গোটা বিশ্বের মানুষ টার্বো ইঞ্জিনের উপর ভরসা করে থাকে। তবে এই ইঞ্জিন গুলিকে ঠিক রাখার জন্য এদেরও যে বিশেষ যত্ন নেওয়া হয় সেকথা জানেন কি? মনে রাখবেন টার্বোচার্জড ইঞ্জিনযুক্ত গাড়িগুলিতে যাতে কোনও সমস্যা না হয় সেজন্য তিনটি জিনিসের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। সময় থাকতে সেটি যদি না করেন তাহলে মোটা অঙ্কের ক্ষতির সম্মুখীন হতে পারে আপনাকে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

টার্বো ইঞ্জিন কি : আজকাল প্রতিটি সংস্থাই নতুন গাড়ি এবং SUV লঞ্চ করার সময় একাধিক ইঞ্জিন বিকল্প দেয়। যার মধ্যে অন্যতম হল ন্যাচারাল অ্যাসপিরেটেড এবং টার্বো ইঞ্জিন। টার্বো ইঞ্জিনে অতিরিক্ত টারবাইন থাকে, যা ইঞ্জিনে স্বাভাবিকের চেয়ে বেশি বাতাস সরবরাহ করে। যার কারণে ইঞ্জিন স্বাভাবিকের চেয়ে বেশি শক্তি উৎপন্ন করতে সক্ষম হয়। এটি গাড়ির টর্ক, গতি এবং জ্বালানী সবেতেই তুলনামূলক ভালো পারফরমেন্স দেয়।

হঠাৎ গতি বাড়াবেন না : মনে রাখবেন যে গাড়িতে টার্বো ইঞ্জিন রয়েছে তার ক্ষমতা সাধারণ গাড়ির চেয়ে অনেকটাই বেশি। তাই বলে কখনোই হঠাৎ করে গতিবেগ বাড়াবেননা। টার্বো ইঞ্জিন যুক্ত গাড়িতে ধীরে ধীরে গতি বাড়ালে ভালো কাজ করবে এবং গাড়ির আয়ু বাড়বে।

গাড়ি চালানোর সময় মনে রাখতে হবে : আপনি যদি হাই গিয়ারে গাড়ি চালাচ্ছেন তাহলে সেই সময় কখনোই হঠাৎ করে গাড়ির গতি কমিয়ে দেবেননা বা গাড়ি থামিয়ে দেবেননা। সাধারণত কম গতিতে হাই গিয়ারে গাড়ি চালানোর সময় এই ধরনের ইঞ্জিন বেশি জ্বালানি খরচ করে। এছাড়া ইঞ্জিনেও কার্বন জমে যাওয়ার সম্ভাবনা থাকে যা পরবর্তীতে সমস্যা তৈরি করতে পারে।

রক্ষণাবেক্ষণ : একটি টার্বো ইঞ্জিন সহ একটি গাড়ির একটি সাধারণ ইঞ্জিনযুক্ত গাড়ির তুলনায় একটু বেশি রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। কারণ এতে যন্ত্রপাতির সংখ্যা অন্যান্য ইঞ্জিনের তুলনায় বেশি থাকে। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা হলে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া একবার ইঞ্জিনের সমস্যা দেখা দিলে তা মেরামতের খরচও যথেষ্ট বেশি হয়ে থাকে।

About Author