TRENDS
Advertisement

২০২৫-এ বাজিমাত! TATA আনছে Harrier এর পেট্রল ভার্সন, রইল বিস্তারিত

টাটা হারিয়ারের পেট্রোল সংস্করণ ২০২৫ সালেই লঞ্চ হতে চলেছে। নতুন ১.৫-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনে ১৭০ বিএইচপি শক্তি সম্পন্ন। এই সংস্করণটি প্রতিযোগিতামূলক মূল্যে স্কোডা কুশাক, হুন্ডাই ক্রেটা ও কিয়া সেলটোসের সঙ্গে প্রতিযোগিতা করবে।

Published By: Debapriya Nandi Sarkar | Published On:

টাটা মোটরস তাদের জনপ্রিয় SUV মডেল Harrier-এর একটি নতুন পেট্রোল ভার্সন নিয়ে কাজ করছে—এখন সেটা একপ্রকার নিশ্চিত। সম্প্রতি মহারাষ্ট্রের সাতারা এলাকায় এক গাড়িপ্রেমীর চোখে পড়ে Harrier-এর একটি টেস্ট মডেল, যার পিছনে এক্সজস্ট পাইপ দেখা গেছে। এতে বোঝা যাচ্ছে এটি পেট্রোল ইঞ্জিনের গাড়ি, কারণ Harrier EV-তে এমন এক্সজস্ট দেখা যায় না।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Harrier পেট্রোলে নতুন ইঞ্জিন

এই গাড়িতে সম্ভবত টাটা মোটরসের নিজস্ব ১.৫ লিটার GDI টার্বো পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হবে, যা ১৭০ বিএইচপি পাওয়ার ও ২৮০ এনএম টর্ক জেনারেট করতে পারবে বলে আশা। এই ইঞ্জিন তৈরি করা হয়েছে যাতে Tata Harrier ও Safari-র দাম কম রাখা যায় এবং বেশি সংখ্যক ক্রেতার কাছে পৌঁছনো যায়। বর্তমানে Harrier ও Safari শুধুমাত্র ডিজেল ইঞ্জিনে পাওয়া যায়, যেগুলি স্টেলান্টিস থেকে সংগ্রহ করা হয় এবং তুলনামূলকভাবে বেশি খরচসাপেক্ষ।

EV নয়, পেট্রোল ভার্সন

গাড়িটির সামনে রেডিয়েটর এবং পিছনে এক্সজস্ট থাকায় এটি স্পষ্টভাবে একটি ICE (Internal Combustion Engine) গাড়ি, অর্থাৎ পেট্রোল বা ডিজেল চালিত। এছাড়াও, Harrier EV-তে যেখানে রিয়ার ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন রয়েছে, এই মডেলে তা নেই। ড্রাইভট্রেনও শুধুমাত্র সামনের চাকাগুলিকে চালিত করছে, ফলে এটি FWD (Front Wheel Drive) বলে অনুমান করা হচ্ছে।

পরিচিত ডিজাইন 

টেস্ট মডেলটিতে পরিচিত Harrier ডিজাইনের কিছু বৈশিষ্ট্য দেখা গেছে—যেমন যুক্ত LED টেললাইট, শার্ক-ফিন অ্যান্টেনা, মোটা টায়ার, উচ্চ-মানের LED স্টপ ল্যাম্প ও ১৯ ইঞ্চির অ্যালয় হুইল।

সেরা দাম

টাটা Harrier-এর দাম বর্তমানে শুরু হয় ₹১৫ লাখ (এক্স-শোরুম) থেকে, যেখানে Mahindra XUV700 ও MG Hector-এর পেট্রোল মডেল পাওয়া যায় ₹১৪ লাখ থেকে। টাটা যদি পেট্রোল ইঞ্জিনে নিজস্ব বিকল্প দেয়, তবে Harrier-এর বেস মডেলের দাম ₹১৩ লাখের কাছাকাছি আনতে পারবে বলেই আশা করা হচ্ছে।

নতুন Tata Harrier পেট্রোল মডেলটি কোম্পানির SUV সেগমেন্টে বড়সড় পরিবর্তন আনতে পারে। দামে প্রতিযোগিতামূলক এবং পারফরম্যান্সে উন্নত এই মডেলটি Harrier-এর বাজারকে আরও বড় করতে সাহায্য করবে বলেই আশা করা হচ্ছে। এখন শুধু অপেক্ষা লঞ্চের দিন ঘোষণার।

Highlights

  • টাটা হারিয়ার পেট্রোল ভার্সন বাজারে আসছে ২০২৫ সালে।

  • থাকবে ১.৫ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন।

  • ইঞ্জিন শক্তি প্রায় ১৭০ বিএইচপি ও ২৮০ এনএম টর্ক।

  • প্রতিযোগিতায় থাকবে হুন্ডাই ক্রেটা, কিয়া সেলটোস-এর মতো SUV-এর সঙ্গে।

  • টাটা’র Hyperion প্ল্যাটফর্মে তৈরি, আধুনিক ডিজাইন ও ফিচার সমৃদ্ধ।

About Author
Debapriya Nandi Sarkar
Debapriya Nandi Sarkar

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে লেখা লেখি করছি